সোমবার, ১৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

রোগসহ নানা সংকটে বন্যার্তরা

প্রতিদিন ডেস্ক

রোগসহ নানা সংকটে বন্যার্তরা

সিরাজগঞ্জে গবাদি পশু নিয়ে বিপাকে বন্যার্তরা -বাংলাদেশ প্রতিদিন

বন্যা পরিস্থিতি অপরিবর্তিত, যমুনা ও ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ওপরে, ভাঙনে নিঃস্ব বানভাসিরা, খাদ্য, বিশুদ্ধ পানি সংকটে ডায়রিয়াসহ পানিবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। কিছু মানুষ সরকারের ১০ কেজি চাল পেলেও অধিকাংশ বানভাসি বঞ্চিত রয়েছে। কুড়িগ্রাম ও গাইবান্ধায় বন্যার্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছেন র‌্যাব মহাপরিচালক। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর-

সিরাজগঞ্জ : যমুনা নদীর পানি বর্তমানে সিরাজগঞ্জ পয়েন্টে কমে বিপৎসীমার ১৯ সে.মি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এ অবস্থায় এখনো চরাঞ্চল ও নিম্নাঞ্চলের হাজার হাজার বসতভিটা পানির নিচে তলিয়ে রয়েছে। ১ লাখ ৩ হাজার ৫৯৪ জন মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। পানিবন্দি এ বানভাসিদের খাদ্য ও অর্থের সংকট দেখা দিয়েছে।

গাইবান্ধা : গাইবান্ধায় বন্যা পরিস্থিতি অপবির্তিত রয়েছে। জেলায় ব্রহ্মপুত্র নদের পানি হ্রাস পেলেও এখনো বিপৎ১সীমার ১০ সেমি ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমেছে ঘাঘট ও তিস্তা নদীর। বেড়েছে করতোয়া নদীর পানি। তবে রয়েছে বিপৎসীমার নিচে।

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলে সব নদীর পানি আবার কমতে শুরু করেছে। তবে গতকালও যমুনা, ঝিনাই, ধলেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানিতে জেলার গোপালপুর, ভূঞাপুর, কালিহাতী, সদর, নাগরপুর, দেলদুয়ার ও বাসাইল উপজেলার চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের বাড়িঘর, রাস্তাঘাট, হাটবাজার, ফসলি জমি তলিয়ে গেছে।

কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে নদনদীর পানি কমে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটছে। রবিবার সন্ধ্যা ৬টায় পানি উন্নয়ন বোর্ড জানায়, ব্রহ্মপুত্র নদের চিলমারী পয়েন্টে পানি বিপৎসীমার ওপরে দিয়ে এবং দুধকুমার নদের পাটেশ্বরী পয়েন্টেও পানি বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে। ফলে জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত হয়েছে।

সর্বশেষ খবর