মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষকরা প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার অপেক্ষায়

সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম প্রত্যাহারসহ তিন দাবি

নিজস্ব প্রতিবেদক

‘প্রত্যয় স্কিম’ প্রত্যাহারসহ তিন দাবিতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। দাবি নিয়ে শিক্ষক নেতারা এবার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনায় বসতে চান। গতকাল দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির কর্মবিরতি চলাকালীন শিক্ষক নেতারা এ মনোভাব প্রকাশ করেছেন বলে জানা গেছে। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমাদের আন্দোলন চলমান আছে। দাবি মেনে না নেওয়া পর্যন্ত এটি চলবে। তিনি বলেন, আমাদের সঙ্গে সরকারপক্ষের একবার আলোচনা হলেও দাবি মেনে নেওয়ার আশ্বাস পাইনি। তবে আলোচনা শুরু হয়েছে এটি ইতিবাচক। আশা করছি শিগগিরই আমাদের সঙ্গে ফের বৈঠক করবে সরকারপক্ষ। সর্বজনীন পেনশনের ‘প্রত্যয়’ কর্মসূচি নিয়ে প্রজ্ঞাপন বাতিল, সুপারগ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্র্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতনস্কেল প্রবর্তনের দাবিতে গত ১ জুলাই থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এ কারণে কোনো বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা হচ্ছে না। প্রশাসনিক ভবনেও কোনো কাজ হচ্ছে না। ফলে বিশ্ববিদ্যালয়ে সেবা নিতে যাওয়া মানুষ ভোগান্তি পোহাচ্ছেন।

সর্বশেষ খবর