মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ঝোপে ফেলে রাখা নবজাতক উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি

ঝোপে ফেলে রাখা নবজাতক উদ্ধার

হবিগঞ্জের বাহুবল উপজেলায় রাস্তার পাশে কাপড় দিয়ে মোড়ানো অবস্থায় পড়ে থাকা এক নবজাতককে উদ্ধার করা হয়েছে। পরে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয় লোকজন। যার দৃশ্য ধরা পড়ছে সিসি টিভির ক্যামেরায়। সিসি টিভির ফুটেজে দেখা যায়- বোরকা পরিহিত এক নারী ওই নবজাতককে ফেলে রেখে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

রবিবার সন্ধ্যায় উপজেলার সাতকাপন ইউনিয়নের উজিরপুর গ্রামে এ ঘটনাটি ঘটে। এদিকে ওই নবজাতককে প্রথমে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নবজাতকদের নিবিড় পরিচর্যা কেন্দ্র স্ক্যানু ইউনিটে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সুমাইয়া খাতুন বলেন, স্থানীয় লোকজন একটি ছেলে নবজাতককে নিয়ে এসেছিলেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের চিকিৎসক নাঈম আশরাফ চৌধুরী জানান, নবজাতকটি অপরিণত বয়সে জন্ম নিয়েছে। তাই তাকে নিবিড় পরিচর্যায় রাখা হয়েছে। ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার পর তার শারীরিক অবস্থা সম্পর্কে জানানো যাবে।

সর্বশেষ খবর