মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

টেকনাফ সীমান্তে ফের গুলি-মর্টারের শব্দ

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমার থেকে ফের গোলাগুলি ও মর্টার শেল বিস্ফোরণের শব্দ ভেসে আসছে। সে শব্দে কেঁপে উঠছে টেকনাফের কয়েকটি গ্রাম।

গতকাল ভোরে গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

টেকনাফ হ্নীলা সীমান্তের বাসিন্দা মো. রফিক বলেন, ‘রাখাইন রাজ্যের মংডু শহরের নিয়ন্ত্রণ নিয়ে দেশটির বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি ও সরকারি বাহিনীর মধ্যে সংঘাত অব্যাহত রয়েছে। জান্তা সরকারের অনেক সদস্য টিকতে না পেরে এদিকে পালিয়ে আসছে। কিন্তু বিজিবি ও কোস্টগার্ড সতর্ক অবস্থানে আছে।’

টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র মুজিবুর রহমান বলেন, ‘শনিবার রাত থেকে রবিবার দুপুর পর্যন্ত সীমান্তের ওপারের বিকট গোলার শব্দে এপারের মানুষের মাঝে আতঙ্ক বেড়েছে। রবিবার নাফ নদের ওপারে কয়েকটি স্পটে আগুনের কুণ্ডলী দেখা গেছে। সীমান্তে যাতে অনুপ্রবেশ না ঘটে সেজন্য টহল জোরদার করেছে বিজিবি।’

ভারী অস্ত্রের বিকট শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জানিয়ে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন বলেন, ‘ভোর থেকে গোলাগুলি, মর্টার শেল নিক্ষেপ ও বোমা হামলার বিস্ফোরণের শব্দে সীমান্তের বাসিন্দাদের ঘুম হয়নি। মানুষের মাঝে আতঙ্ক বাড়ছে।’ সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, ‘মিয়ানমারের গৃহযুদ্ধ তীব্র আকারে চলছে। কয়েক দিন ধরে সেখানে বিমান থেকে বোমা হামলাও চলছে।’ টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ বলেন, ‘আজও (সোমবার) সীমান্তের বিভিন্ন জায়গায় গোলাগুলির শব্দ পাওয়া গেছে। তবে নতুন করে যাতে কেউ সীমান্ত দিয়ে অনুপ্রবেশ করতে না পারে, সেজন্য আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছি।’ টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী বলেন, ‘সীমান্তে ওপার থেকে গোলার বিকট শব্দ পাওয়া গেছে। নাফ নদের ওপারে আগুনের কুণ্ডলী দেখা গেছে। তবে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা যে কোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত আছে।’

সর্বশেষ খবর