মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বাচ্চুসহ ছয়জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট উপস্থাপন

নিজস্ব প্রতিবেদক

দুদকের করা মামলায় বেসিক ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান শেখ আবদুল হাই বাচ্চুসহ ছয়জনের বিরুদ্ধে চার্জশিট গতকাল আদালতে উপস্থাপন করা হয়েছে। শুনানি শেষে এটি আমলে নেওয়ার জন্য আগামী ১২ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত। দুদকের আদালত পরিদর্শক আমির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত বছরের ৩ অক্টোবর দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক নুরুল হুদা বাদী হয়ে মামলা করেন। তদন্ত শেষে গত ৫ জুন দুদকের সহকারী পরিচালক নেয়ামুল হাসান গাজী আদালতে চার্জশিট দেন। এ মামলার চার্জশিটভুক্ত অন্য আসামি হলেন বাচ্চুর স্ত্রী শিরিন আক্তার, তার ভাই শেখ শাহরিয়ার পান্না, বাচ্চুর ছেলে শেখ রাফা হাই ও শেখ ছাবিদ হাই অনিক এবং ক্যাপিটাল বনানী ওয়ান লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আমিন আহমেদ। আমিন আহমেদ ছাড়া অন্য আসামিরা পলাতক। মামলার চার্জশিটে শেখ আবদুল হাই বাচ্চু তার স্ত্রী, ভাই ও সন্তানদের নামে ৯৪ কোটি ৭৫ লাখ টাকা হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর এবং ছদ্মাবরণের অভিযোগ আনা হয়েছে।

সর্বশেষ খবর