বুধবার, ১৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্রধানমন্ত্রীর বেইজিং সফর ছিল ব্যাপকভাবে সফল : চীনা রাষ্ট্রদূত

নিজস্ব প্রতিবেদক

দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিবেচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেইজিং সফর ব্যাপকভাবে সফল হওয়ার কথা বলেছেন ঢাকায় চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিংয়ের মধ্যে ?‘সংক্ষিপ্ত’ বৈঠক হয়নি। যারা এই বৈঠককে সংক্ষিপ্ত দাবি করছেন, সেটা আসলে ‘অবাস্তব’। গতকাল চীনা দূতাবাসে ওই সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সংবাদ সম্মেলনে দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউয়িন উপস্থিত ছিলেন। চীনা রাষ্ট্রদূত বলেন, অন্যদের সমালোচনার বিষয়ে মন্তব্য করা আমার আওতাধীন নয়। আমরা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী। আমাদের মূল্যায়ন হচ্ছে, এ সফর ব্যাপকভাবে সফল। পাশাপাশি যদি দুদিন আগে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন খেয়াল করে থাকেন, তাহলে দেখবেন আমাদের মূল্যায়ন অনেকটা প্রধানমন্ত্রীর মতোই। সাংবাদিকের এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত বলেন, আমি আপনাদের বলতে পারি। আমি সেখানে (মিটিংয়ে) ছিলাম। ৩০ মিনিট ধরে বৈঠক হয়েছে বলে যে, দাবি করা হয়েছে তা ‘অবাস্তব’। এটি ছিল প্রায় এক ঘণ্টাব্যাপী। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দ্রুত বাংলাদেশে ফিরে আসার কারণ সম্পর্কে জানতে চাইলে রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুত ফিরে আসার কারণ সম্পর্কে খুব স্পষ্টভাবে কথা বলেছেন এবং বেইজিং ত্যাগের আগে সব দাপ্তরিক কর্মসূচি সম্পন্ন হয়েছে।

প্রসঙ্গত, প্রতিবেশী রাষ্ট্র ভারত সফরের দুই সপ্তাহ পর চীনের প্রধানমন্ত্রীর লি চিয়াংয়ের আমন্ত্রণে ৮ থেকে ১০ জুলাই বেইজিং সফর করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সর্বশেষ খবর