শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

গণভবনে ১৪-দলীয় নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের শরিক ১৪ দল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জোটপ্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রাত ৮টার দিকে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। জোটপ্রধান আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ১৪ দলের মুখপাত্র ও সমম্বয়ক আমির হোসেন আমু, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আকতার, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, তরিকত ফেডারেশনের ভারপ্রাপ্ত মহাসচিব মো. আলী ফারুকি, এস কে সিকদার, গণতন্ত্রী পার্টির ডা. শহীদুল্লাহ সিকদার, রেজাউর রশিদ খান, ওয়ার্কার্স পার্টির ইমরান, মানিক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, আবদুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মির্জা আজম, এস এম কামাল হোসেন, আফজাল হোসেন উপস্থিত ছিলেন।

বৈঠকসূত্র জানান, চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনের নামে যে সন্ত্রাস-সহিংসতা চলছে তার বিরুদ্ধে করণীয় কী- সে বিষয়ে আলোচনা করা হয়। আন্দোলনের নামে সহিংসতার বিরুদ্ধে সরকার যে ধৈর্য দেখিয়েছে সে জন্য নেতারা সরকার প্রধানকে ধন্যবাদ জানান। তারা কোটার যৌক্তিক সমাধান দাবি করেন। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমরা তাদের দাবি মেনে নিয়েছি। আমরাও আলোচনায় বসতে চেয়েছি। আগামী রবিবার কোর্টে শুনানি হবে। সেই শুনানিতে ছাত্ররা সঠিক ও ন্যায্য দাবি পাবে বলে বিশ্বাস করি। এর আগে সন্ধ্যায় ধানমন্ডি আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয়ে ১৪ দলের নেতারা বৈঠকে বসেন। এই সময়ে টেলিফোন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৪ দলের নেতাদের সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করেন। এরপর নেতারা ধানমন্ডি থেকে সোজা গণভবনে রওনা হন। গতকাল রাত ১০টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

সর্বশেষ খবর