শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ইসলামী আন্দোলনের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক

ইসলামী আন্দোলনের সঙ্গে পুলিশের সংঘর্ষ

রাজধানীর বায়তুল মোকাররম থেকে ইসলামী আন্দোলনের বিক্ষোভ -বাংলাদেশ প্রতিদিন

কোটা সংস্কার, ভারতের সঙ্গে চুক্তি বাতিলসহ নানা দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুব সংগঠন ইসলামী যুব আন্দোলন আয়োজিত সমাবেশে দলের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। গতকাল বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে এ সমাবেশ শেষে সংঘর্ষের ঘটনা ঘটে। দলের কেন্দ্রীয় নেতা আহমদ আবদুল কাইয়ুম বাংলাদেশ প্রতিদিনকে জানান, পুলিশের গুলিতে দলের ৫০ জন    আহত  হয়েছেন। দুজনের অবস্থা আশঙ্কাজনক। ২ শতাধিক আহত হয়েছেন।

সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর চরমোনাই বলেন, সরকারের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। কোটা সংস্কার আন্দোলনকারীদের হত্যা করে সরকার দেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ভিনদেশিদের মতো আচরণ করছে। 

যুব আন্দোলনের সভাপতি মাওলানা মুহাম্মদ নেছার উদ্দিনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, অধ্যাপক মাহবুবুর রহমান, গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ প্রমুখ।

সর্বশেষ খবর