শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা

শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় রাজপথে অভিভাবকরা

নিজস্ব প্রতিবেদক

চলমান ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় প্রতিবাদ জানিয়ে এর সঙ্গে জড়িতদের বিচার দাবি করেছেন অভিভাবকরা। ‘সর্বস্তরের অভিভাবক সমাজ’ ব্যানারে গতকাল সকালে ডা. আবদুন নূর তুষার ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আসিফ নজরুলের নেতৃত্বে শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। আয়োজক ব্যানারে লেখা হয় ‘মৃত্যু এত সহজ কেন?’ বক্তারা বলেন, শিক্ষার্থীদের উসকে দিয়ে সরকার আন্দোলন এ পর্যায়ে এনেছে। সরকারের মন্ত্রীসহ সংশ্লিষ্টদের কান্ডজ্ঞানহীন কথাবার্তায় ছাত্র সমাজ আরও ফুঁসে উঠেছে। ছাত্র-ছাত্রীদের যৌক্তিক আন্দোলনে গুলি চালিয়ে পুলিশ সারাদেশে নির্বিচারে সাধারণ ছাত্র খুন করেছে। এসব খুনের দায় এই সরকারকেই নিতে হবে। ডা. আবদুন নূর তুষার সরকারকে ব্যর্থ দাবি করে প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি করেন।

সর্বশেষ খবর