শনিবার, ২০ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সমাবেশে ওবায়দুল কাদের

কোটা আন্দোলন অপশক্তির হাতে চলে গেছে

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আন্দোলন কোটা সংস্কারকারীদের হাত থেকে বিএনপি-জামায়াত অপশক্তির হাতে চলে গেছে। ঘরে থাকার সময় নেই। নিজ নিজ এলাকায় গিয়ে বিএনপি-জামায়াত অপশক্তির সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিজয়ী হয়ে তবেই আমরা ঘরে ফিরে যাব। গতকাল রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। সমাবেশ শুরুর আগে চলমান কোটা সংস্কার আন্দোলনে আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নিহত নেতা-কর্মীদের স্মরণে গায়েবানা জানাজা পড়ানো হয়। ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনামূলক বক্তব্যের পর কোটা সংস্কার দাবিতে চলমান ছাত্র আন্দোলন থেমে গেছে। এখন এই আন্দোলনে যুক্ত হয়েছে ’৭৫ এর পরাজিত সাম্প্রদায়িক অপশক্তি বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা। ছাত্রদল, যুবদল, ছাত্রশিবিরের সন্ত্রাসীরা প্রতিশোধ নিতে চায়। তাদের আগুন সন্ত্রাসীরা আগুন লাগাচ্ছে, ভাঙচুর করছে, আক্রমণ করছে। তাদের কর্মকান্ডে ভয় পাওয়া যাবে না। যারা বঙ্গবন্ধুর সৈনিক আর শেখ হাসিনার কর্মী তারা ভয় পায় না। তিনি বলেন, আওয়ামী লীগ অনেক ধৈর্য ধরেছে। ধৈর্য ধরতে ধরতে আওয়ামী লীগের পিঠ দেয়ালে ঠেকে গেছে। এখন আর ধৈর্য ধরার সময় নেই। এখন প্রতিরোধ গড়ে তুলতে হবে। ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা কখনো পালান না। বঙ্গবন্ধুকন্যা মাথা উঁচু করে বাংলাদেশেই আছেন। অথচ শেখ হাসিনা নাকি দেশ থেকে পালিয়ে গেছেন, এই গুজবে বাংলাদেশের বাতাস ভারী হয়ে গেছে। তিনি বলেন, আমাদের সংস্কৃতির অন্যতম ধারক-বাহক বিটিভি পুড়িয়ে দেওয়া হয়েছে। পরাজিত শক্তির টার্গেট এখন পদ্মা সেতু। সেতু ভবন, বিআরটিসি, অসংখ্য থানা ও পুলিশ বক্সে তারা আগুন দিয়েছে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রবিবার হাই কোর্টের রায়ে সরকারি চাকরিতে ৮০ শতাংশ যেন মেধার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় সেই প্রচেষ্টা আওয়ামী লীগ সরকার করবে। আমরা মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে জীবনের জয়গান গাই। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা উড়াই। ঝড়-দুর্যোগ-দুর্বিপাকে আন্দোলন সংগ্রাম করতে জানি। আমাদের শক্তি বাংলাদেশের জনগণ। আওয়ামী লীগের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। আমরা কাউকে ভয় পাই না। শেখ হাসিনা কাউকে ভয় পান না। আমরা একাত্তরের পরাজিত শক্তির বিরুদ্ধে লড়াই করেছি। এই পরাজিত শক্তির বিরুদ্ধে আবার লড়াই করতে হবে। এই সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করেই আমরা ঘরে ফিরব। সমাবেশে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম, আবদুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, কামরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।

সর্বশেষ খবর