রবিবার, ২১ জুলাই, ২০২৪ ০০:০০ টা

দেশজুড়ে বৈদ্যুতিক অফিস স্থাপনায় হামলা আগুন

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে চলমান সহিংসতায় বিগত কয়েক দিনে বৈদ্যুতিক অফিস এবং স্থাপনার ওপর হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ চালানো হয়েছে। এতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বিঘিœত হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গতকাল বিষয়টি বাংলাদেশ প্রতিদিনকে               নিশ্চিত করেছে। মন্ত্রণালয়ের কর্মকর্তা মীর আসলাম জানান, চলমান সহিংসতার কারণে গত ১৮ জুলাই নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি ১ এর সদর দপ্তর ও মাধবদী জোনাল অফিসে হামলা চালানো হয়। ১৯ জুলাই মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতির রেস্টহাউসে হামলা চালানো হয়। গতকাল ২০ জুলাই নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি ২ এর গাড়ি ভাঙচুর করা হয়। আর ১৯ জুলাই ডিপিডিসির কাজলা ১৩২/৩৩/১১ কেভি উপকেন্দ্র, আদাবর জাপান গার্ডেন সিটি ও আজিমপুর ৩৩/১১ কেভি উপকেন্দ্র ভাঙচুর করা হয়। গতকাল চর সৈয়দপুর ১৩২/৩৩/১১ উপকেন্দ্র ভাঙচুর করে ব্যাপক ক্ষতি করা হয়। এ ছাড়াও ডেসকোর টঙ্গী চেরাগ আলী অফিস ও উপকেন্দ্র দুর্বৃত্তরা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ জন্য উপকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ আছে। এখন পর্যন্ত এর ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

সর্বশেষ খবর