সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আটকে পড়া কর্মীদের সৌদি পাঠাতে উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরব যেতে গিয়ে যারা বিমানবন্দরে আটকে পড়েছেন এমন কর্মীদের বিষয়ে উদ্যোগ নিয়েছে সরকার। বাতিলকৃত ফ্লাইটের কর্মীদের সাময়িক সমস্যা নিরসনে কাজ করছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। গতকাল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। এ সময় সিভিল এভিয়েশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, সৌদি দূতাবাস ও সৌদি এয়ারলাইনস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। পরে প্রতিমন্ত্রী জানান, সবাইকে পাঠানো হবে। যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে বা কাছাকাছি সেসব কর্মীর ভিসার মেয়াদ ১৫ দিন বাড়ানোর জন্য সৌদি দূতাবাসকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রণালয় থেকে জানা গেছে, দেশের চলমান পরিস্থিতিতে ১৮ জুলাই ও পরবর্তী দিনগুলোতে চারটি সৌদিগামী ফ্লাইট বাতিল হয়। ফলে প্রায় ১২০০ কর্মীর সৌদি যাওয়া আটকে যায়।

সর্বশেষ খবর