সোমবার, ২২ জুলাই, ২০২৪ ০০:০০ টা
সায়েদুল হক সুমন

বাতিল করা অধিকার ফিরিয়ে আনতে গিয়ে এত বড় দুর্ঘটনা

নিজস্ব প্রতিবেদক

হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, বাতিল করা অধিকার ফিরিয়ে আনতে গিয়ে আজকে দেশে এত বড় দুর্ঘটনা ঘটে গেছে। গতকাল কোটা নিয়ে আপিল বিভাগের রায়ের পর নিজের প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

ব্যারিস্টার সুমন বলেন, অধিকার ছাড়িয়া দিয়া অধিকার রাখিবার মতো বিড়ম্বনা আর নাই। এটা রবীন্দ্রনাথের কথা ছিল। এটা এবার প্রমাণিত হয়েছে। তিনি বলেন, অধিকার প্রধানমন্ত্রী ছেড়ে দিয়েছিলেন। যেটা গেজেট করে বাতিল করা হয়েছিল। আপনারা এই অধিকার কেউ কেউ ফিরিয়ে আনতে চেয়েছেন। আর এত বড় দুর্ঘটনা হইল। এখন সবই ঠিকঠাক হইল। তিনি বলেন, গত মঙ্গলবার এই জায়গায় দাঁড়িয়ে আমি বলেছিলাম প্রধান বিচারপতির রায় পর্যন্ত অপেক্ষা করেন। অনেকেই অপেক্ষা করেন নাই। অনেকেরই আবেগ ছিল যার কারণে আজ এই ধ্বংসলীলা। আমি মনে করি প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্ট চাইলে বৃহস্পতিবারও একটা সমাধান দিতে পারতেন। কিন্তু সমাধান সেদিন হয় নাই। এর মধ্যে আন্দোলনে ঢুকে গেল জঙ্গিরা। তিনি বলেন, শুক্র ও শনিবার ছাত্ররা আন্দোলনে ছিল না। জঙ্গিরা ঢুকেছে। এর মধ্যে ৮২৬ জঙ্গি ৮০টা রাইফেল নিয়ে পালিয়েছে। তারা কোথায় গেছে? প্রশ্ন করেন সুমন।

সর্বশেষ খবর