মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

চারদিকে বীভৎস ক্ষতচিহ্ন

ব্যবহার করা হয়েছে গান পাউডার, পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস

নিজস্ব প্রতিবেদক

সরকারি চাকরিতে কোটাবিরোধী আন্দোলনে সহিংসতার পর বেরিয়ে আসছে বীভৎস ক্ষতচিহ্ন। রাজধানীর বিভিন্ন সড়কে এখনো পড়ে আছে পোড়া গাড়ির সারি। গুরুত্বপূর্ণ অনেক স্থাপনায়ও আগুন দেওয়া হয়। সরেজমিনে দেখা যায়, অনেক জায়গায় গাড়ির যেন কঙ্কাল পড়ে আছে। ছাই হয়ে গেছে বিভিন্ন অংশ। মনে হতে পারে, যুদ্ধক্ষেত্রে বোমা হামলা চালানো হয়েছে। তদন্ত সংশ্লিষ্টরা বলছেন, আগুনের ঘটনা অত্যন্ত রহস্যজনক। বেশিরভাগ আগুনেই ব্যবহার করা হয়েছে গান পাউডার। পরিকল্পিতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনায় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে। কয়েকজন কর্মকর্তা জানান, নাশকতামূলক এসব কর্মকাণ্ডে জড়িতদের সন্ধান চলছে। অনেককে ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। বাকিদেরও গ্রেফতার করা হবে। ঘটনার নেপথ্যে কারা, দ্রুতই জানা যাবে। একাধিক সংস্থা এ নিয়ে কাজ করছে।

ঢাকার রাস্তায় পড়ে আছে পোড়া গাড়ি

দুর্যোগ ভবনের ধ্বংসের ছায়া ডেটা সেন্টারেও

সেতু ভবন এখন শুধুই ধ্বংসস্তূপ

সড়কের দুই পাশজুড়ে ধ্বংসের চিহ্ন

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর