মঙ্গলবার, ২৩ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে চলমান সহিংসতা বন্ধে দেশের আলেম-ওলামাদের সহযোগিতা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। গতকাল রাতে রাজধানীর ধানমন্ডির বাসভবনে দেশের শীর্ষস্থানীয় আলেম-ওলামাদের সঙ্গে বৈঠককালে তিনি সহযোগিতা কামনা করেন। ধর্মমন্ত্রী ফরিদুল হক খানের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বায়তুল মোকাররম মসজিদের খতিব মুফতি রুহুল আমিন, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী, মাওলানা ইয়াইইয়া মাহমুদ, মাওলানা মাহবুবুল হক, মাওলানা হাসানাত আমিনী, মাওলানা মুফতি ফয়জুল্লাহ, মাওলানা মামুনুল হক, মাওলানা হাসান জামিল প্রমুখ।

বৈঠক প্রসঙ্গে মুফতি ফয়জুল্লাহ বাংলাদেশ প্রতিদিনকে জানান, বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন ছাত্রদের আন্দোলনের মধ্যে তৃতীয় পক্ষ দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। আলেম-ওলামারা সবসময় শান্তির পক্ষে ছিলেন। কোট ইস্যুতেও আলেম-ওলামাদের মাধ্যমে দেশবাসীকে শান্তির পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। মুফতি ফয়জুল্লাহ বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা বলেছি যে, আলেম-ওলামারা শান্তি স্থিতিশীলতা মানবতা ও কল্যানমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় সব সময় কাজ করে থাকেন। যেকোনো অন্যায় হত্যাকান্ডের বিরুদ্ধে কাজ করা তাদের ইমানি দায়িত্ব। আলেমরা নৈরাজ্য-হত্যাকান্ডের সঙ্গে জড়িত নয়। রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠায় আলেম ওলামারা সব সময় কাজ করবেন বলে স্বরাষ্ট্রমন্ত্রীকে জানানো হয়েছে।

সর্বশেষ খবর