বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা
আন্দোলনের নামে বীভৎসতা

মেট্রোর দুই স্টেশন এখন ধ্বংসস্তূপ

চালু করতে সময় লাগবে এক বছর - বিদেশ থেকে আনতে হবে যন্ত্রপাতি

নিজস্ব প্রতিবেদক

মেট্রোর দুই স্টেশন এখন ধ্বংসস্তূপ

ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মেট্রোরেল স্টেশন -বাংলাদেশ প্রতিদিন

দুর্বৃত্তদের তাণ্ডবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোরেল স্টেশন। সংশ্লিষ্টরা বলছেন, এই দুই স্টেশন চালু করতে এক বছর সময় লাগবে। তবে অন্যান্য স্টেশন চালু করার বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। সরেজিমন ঘুরে দেখা গেছে, কাজীপাড়া মেট্রোস্টেশন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। স্টেশনে প্রবেশ ও বের হওয়ার অ্যাকসেস কন্ট্রোল গেটও কাজ করছে না। মেট্রোস্টেশনের চারদিকে ইট-পাথর পড়ে আছে। হামলাকারীরা স্টেশনের সব গ্ল্যাস ভেঙে ফেলেছে। চারদিকে এমআরটি পাস ছড়িয়ে-ছিটিয়ে আছে। টিকিট বিক্রয় মেশিন অচল হয়ে গেছে। ভাঙচুর করা হয়েছে স্টেশনের ভাড়া আদায়ের রুম ও টিকিট বিক্রয় কেন্দ্র। ভাঙাচোরা কম্পিউটার, প্রিন্টার এদিক-সেদিক পড়ে আছে। মেট্রোরেলের সময়সূচি প্রদর্শনের মনিটর ভেঙে ফেলা হয়েছে। যে কক্ষ থেকে পুরো স্টেশন নিয়ন্ত্রণ করা হয়, সেই কক্ষটিও ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। দেখে মনে হয়েছে নিয়ন্ত্রণকক্ষের ওপর হামলাকারীদের আক্রশ যেন বেশি ছিল। বেশি তা ব চালানো হয়েছে নিয়ন্ত্রণ কক্ষেই। জানা গেছে, নিয়ন্ত্রণ কক্ষ থেকেই কেন্দ্রীয় সংযোগ রুমের সঙ্গে যোগাযোগ করা হতো। বিদ্যুৎ, সিসিটিভিসহ স্টেশনের ভিতরের সব কিছুই নিয়ন্ত্রণ কক্ষ থেকে পরিচালিত হতো। দেখা গেছে, মিরপুর-১০ নম্বর মেট্রোস্টেশনের চিত্র একই। সংশ্লিষ্টরা বলছেন, গত শুক্রবার বেলা সাড়ে ৩টায় বিক্ষোভ চলাকালে এ হামলার ঘটনা ঘটে। দুই ঘণ্টার তা বে সব কিছু লন্ডভন্ড হয়ে গেছে। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ বলছে,  ক্ষয়ক্ষতি যে পরিমাণ হয়েছে, এই দুটি স্টেশন পুনরায় চালু করতে বেশ সময় লাগবে। কাজীপাড়া ও মিরপুর-১০ মেট্রোস্টেশনের ক্ষয়ক্ষতি নিরুপণে গত শনিবার আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

রবিবার বেলা ৩টার দিকে কাজীপাড়া মেট্রোস্টেশন পরিদর্শনে যান ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশন চালু করতে এক বছর সময় লাগতে পারে। কেন এক বছর লাগবে- এ প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব যন্ত্রপাতি ও উপকরণ ভাঙচুর করা হয়েছে, সেগুলো এ দেশে নেই। এগুলো জাপান ও ইউরোপ থেকে আনতে হবে। দরপত্র আহ্বান করে কিনতে হবে। তার পর স্ট্রেশনে সংযোগ করতে হবে। কেনা থেকে শুরু করে সংযোগ পর্যন্ত এক বছর সময় লাগবে। এই দুই স্টেশন বাদে অন্য স্টেশন দিয়ে মেট্রোরেল কবে চলবে, জানতে চাইলে তিনি বলেন, আগামী এক সপ্তাহ সব কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। তার পর জানা যাবে কবে নাগাদ চালু করা যায়।

সর্বশেষ খবর