বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা
নরসিংদী কারাগার

শতাধিক বন্দির আত্মসমর্পণ

নরসিংদী ও ময়মনসিংহ প্রতিনিধি

নরসিংদী জেলা কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দিদের মধ্যে শতাধিক গতকাল আত্মসমর্পণ করেছেন। বিকালে নরসিংদী আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট নাজমুল ইসলাম  ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম রিপনের মাধ্যমে ১২৬ জন বন্দি আদালতে আত্মসমর্পণ করেছেন। নরসিংদী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক রাকিবুল হকের আদালতে আত্মসমর্পণ করেন তারা। পরে আত্মসমর্পণ করা বন্দিদের কারাগারে পাঠানো হয়। এদিকে নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া হত্যা মামলার আসামি আবদুল আলীকে (৩০) গ্রেফতার করেছে ঈশ্বরগঞ্জ থানা পুলিশ। গতকাল সকালে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের বৈরাটি থেকে তাকে গ্রেফতার করা হয়। ঈশ্বরগঞ্জ থানার ওসি মাজেদুর রহমান জানান, সকালে আঠারবাড়ি পুলিশ ফাঁড়ি   আবদুল আলীকে গ্রেফতার করে। পরে বিকাল ৪টার দিকে কোর্টের মাধ্যমে তাকে ময়মনসিংহ জেলা কারাগারে পাঠানো হয়। জানা গেছে, নরসিংদী জেলা কারাগার থেকে বন্দি পলায়ন, অস্ত্র ও গোলাবারুদ লুটের ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে জেল সুপার আবুল কালাম আজাদ ও জেলার মো. কামরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগে সংযুক্ত করা হয়েছে। বিকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পরিপত্র জারি করে তাদের বরখাস্ত করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী জেলা প্রশাসক ড. বদিউল আলম। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিক্ষোভকারীদের হামলায় ক্ষতিগ্রস্ত নরসিংদী জেলা কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন- আমরা যেখানে অপরাধীদের রাখি। সেই নিরাপত্তা সেলে দুষ্কৃতকারীরা ভাঙচুর করেছে। অস্ত্র লুট করেছে। জেলখানা ভেঙে বন্দিদের নিয়ে গেছে। দীর্ঘদিন চেষ্টার পর যে জঙ্গিদের আমরা গ্রেফতার করেছিলাম। তারা তাদেরও মুক্ত করে নিয়েছে। তিনি আরও বলেন, ৮২৬ জন বন্দির মধ্যে দুজন মহিলা জঙ্গিসহ নয়জন জঙ্গি ছিল। তারা যে কত ভয়ংকর তা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ আমরা তা জানি। তারা এই জঙ্গিদেরও নিয়ে পালিয়েছে। উদ্দেশ্য একটাই। দেশ অচল করে দেওয়া। মন্ত্রী জানান- লুট হওয়া অস্ত্রের মধ্যে ৩৩টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ ৯৫ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, কেউ জোগান দিয়েছিল কি না-  সেটি তদন্ত করার জন্য দুটি তদন্ত কমিটি করা হয়েছে। কারও গাফিলতি থাকলে তাদেরও বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে জানান মন্ত্রী। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারের পতন ঘটানোর জন্য নির্বাচনের আগে পরে বিভিন্নভাবে হামলা চালানো হয়েছে। দুষ্কৃতকারীদের উদ্দেশ্য রাষ্ট্রের ক্ষতি করা। চিরুনি অভিযান চলছে। দুষ্কৃতকারীদের খুঁজে বের করে আইনে সোপর্দ করা হবে। উল্লেখ্য, গত শুক্রবার বিকাল সাড়ে ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত ব্যাপক তান্ডব চালিয়ে নয় জঙ্গিসহ ৮২৬ জন আসামিকে নরসিংদী জেলা কারাগার থেকে ছিনিয়ে নেয় বিক্ষোভকারীরা।

সর্বশেষ খবর