বুধবার, ২৪ জুলাই, ২০২৪ ০০:০০ টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফের আলটিমেটাম

নিজস্ব প্রতিবেদক

ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়াসহ চার দফা দাবিতে সরকারকে আবারও ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল বিকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সমন্বয়ক সারজিস আলম।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- সারা দেশে ইন্টারনেট চালু, কারফিউ তুলে নেওয়া, বিশ্ববিদ্যালয়গুলোর আবাসিক হল খুলে দিয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ তৈরি করা ও সব সমন্বয়কের নিরাপত্তা নিশ্চিত করা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও মুমতাহিনা মাহজাবিন। গত রবিবার রাতেও বৈষম্যরিবোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক নাহিদ ইসলাম চার দফা দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। উল্লেখ্য, ইতোমধ্যে চার দফার মধ্যে গতকাল রাতে ইন্টারনেট চালু হয়েছে।

সর্বশেষ খবর