বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪ ০০:০০ টা

প্রতিটি নাশকতার বিচার দরকার

অধ্যাপক আবদুল মান্নান

আকতারুজ্জামান

প্রতিটি নাশকতার বিচার দরকার

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান বলেছেন, যে কোনো নাশকতারই বিচার হওয়া দরকার। গত কয়েকদিনে দেশে যে সংঘাতপূর্ণ পরিস্থিতি তৈরি করা হয়েছিল, নাশকতা ও নৈরাজ্য করা হয়েছিল, সেটা যেই করুক তারা যে দলেরই হোক- তারা দেশদ্রোহিতামূলক কাজ করেছে। তারা দেশের গুরুত্বপূর্ণ এত স্থাপনায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে যা অচিন্তনীয়। এই প্রতিটি নাশকতার বিচার হওয়া দরকার। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। এ সমাজচিন্তক বলেন, অতীতে অনেক আন্দোলন দেখেছি, কিন্তু রাষ্ট্রীয় গণমাধ্যমসহ এতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ করতে দেখিনি। মেট্রোরেলের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায়ও অগ্নিসংযোগ করেছে তারা। তিনি বলেন, এতদিনের সংঘাতে যত জনের মৃত্যুর ঘটনা ঘটেছে সেটিরও বিচার হওয়া উচিত। এত মৃত্যুর পেছনে কী কারণ ছিল, কারা জড়িত ছিল- তা বিচার বিভাগীয় তদন্ত করে ব্যবস্থা নিতে হবে। এতে যারাই জড়িত থাকুক না কেন, তারা যে দলেরই হোক না কেন তাদের সবার বিচার হতে হবে। এ শিক্ষাবিদ বলেন, প্রথমে ছাত্র আন্দোলন শুরু হয়েছিল। কিন্তু আমি বিশ্বাস করি না যে, এ ধরনের নাশকতা ছাত্ররা করতে পারে। যারা সরকারকে উৎখাত করতে চায় ছাত্রদের সামনে রেখে, ছাত্র আন্দোলনের পিঠে সওয়ার হয়ে তারাই এ নৈরাজ্য ও তান্ডব করেছে।

সর্বশেষ খবর