শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪ ০০:০০ টা

আহত আরও দুজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সহিংসতার ঘটনায় আহত আরও দুজন গতকাল ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তারা হলেন- ময়মনসিংহের নান্দাইল উপজেলার বাসিন্দা পোশাক শ্রমিক জামাল মিয়া (১৭) ও পটুয়াখালী দশমিনা উপজেলার দিনমজুর জাকির হোসেন (২৯)।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, জামাল মিয়া নরসিংদীর একটি গার্মেন্টে চাকরি করতেন। গত ২১ জুলাই দুপুরে অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় সহিংসতার মধ্যে পড়ে তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল ভোরে তিনি মারা যান। অপরদিকে জাকির হোসেন রাজধানীর রায়েরবাগে দিনমজুরের পাশাপাশি একটি  টেইলার্সের দোকানে কাজ করতেন। গত ১৯ জুলাই সহিংসতার সময় তিনি আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এদিকে ঢামেক মর্গ সূত্র জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে কোটা সংস্কার আন্দোলনে নিহত ৮৯ জনের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। এদের মধ্যে দুজন পুলিশ সদস্য, দুজন সাংবাদিক ও একজন আনসার সদস্য রয়েছেন। এ ছাড়া অজ্ঞাত আটটি লাশ বেওয়ারিস হিসেবে আঞ্জুমান মুফিদুলের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর