শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা
অষ্টম কলাম

বঙ্গোপসাগরে ট্রলারডুবি তিনজনের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার ডুবির ঘটনায় তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার শাহপরীর দ্বীপ জিরো পয়েন্ট থেকে নুর মোহাম্মদ সৈকতের (২২) লাশ উদ্ধার করা হয়। এর আগে সকালে বাহারছড়া বড়ডেইল সমুদ্রসৈকত এলাকা থেকে মো. ইসমাঈল (২৮) ও মোহাম্মদ ফাহাদের (৩০) লাশ উদ্ধার করা হয়। সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মুজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গত বুধবার দুপুর আড়াইটার দিকে টেকনাফ থেকে নিত্যপণ্য ও যাত্রী নিয়ে এফবি সাদ্দাম নামের একটি ট্রলার সেন্টমার্টিন দ্বীপ যাওয়ার পথে বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায়। ট্রলারটিতে ছয়জন মাঝিমাল্লাসহ ১২ জন যাত্রী ছিলেন। ঘটনার পর পরই সেন্টমার্টিন ঘাট থেকে কয়েকটি ফিশিং ট্রলার, কয়েকটি স্পিডবোট সাগরে উদ্ধার তৎপরতা শুরু করে। উদ্ধারকারীরা ট্রলারের ১১ যাত্রীকে উদ্ধার করতে পারলেও নুর মোহাম্মদ সৈকত নামের এক তরুণ নিখোঁজ হয়। এ তরুণকে উদ্ধার করতে গিয়ে ফাহাদ ও ইসমাইল স্পিডবোট নিয়ে সাগরে ডুবে যায়। সেন্টমার্টিনের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর উপস্থিত ছিলেন সেন্টমার্টিনের দুজনের লাশ উদ্ধার কার্যক্রমে। এ ইউপি সদস্য বলেন, একজন নিখোঁজের খবর পেয়ে স্পিডবোট নিয়ে খুঁজতে গেলে স্পিডবোট উল্টে গিয়ে স্পিডবোটসহ দুজন নিখোঁজ হয়। পরে গতকাল সকালে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। সেন্টমার্টিন বোট মালিক সমিতির সভাপতি রশিদ আহমদ বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে শাহপরীর দ্বীপ জিরো পয়েন্টের ভাঙার মুখে নুর মোহাম্মদের লাশ ভেসে আসে।

সর্বশেষ খবর