শনিবার, ২৭ জুলাই, ২০২৪ ০০:০০ টা

ডিবি হেফাজতে তিন সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক

কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল রাতে ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের ডিবি হেফাজতে নেওয়া হয়েছে।

এর আগে, গতকাল বিকালে রাজধানীর গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন থাকা এই তিন সমন্বয়ককে তুলে নেওয়া হয় বলে গণমাধ্যমকে জানান অন্য দুই সমন্বয়ক সারজিস আলম ও আবদুল হান্নান মাসুদ। সারজিস আলম বলেন, নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদকে শুক্রবার (গতকাল) বিকালে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতাল থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। আবদুল হান্নান মাসুদ বলেন, গণস্বাস্থ্য কেন্দ্র থেকে নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ, আবু বাকের মজুমদার ও নাহিদের স্ত্রীকে তুলে নেওয়া হয়েছে। এর আগে বিকালে আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ একটি বার্তা পাঠান। এতে তিনি বলেন, গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি অবস্থায় আমাকে, নাহিদ আর বাকেরকে গৃহবন্দি করে রাখা হয়েছে। আমাদের সব ধরনের কমিউনিকেশন বন্ধ করে রাখা হয়েছে। চিকিৎসা নিতে এসেও বিড়ম্বনার শিকার হতে হচ্ছে। গতকাল বিকালে আবদুল হান্নান মাসুদ বলেন, আমাদের নিরাপত্তা নিয়ে বাজে অবস্থায় আছি। আমাদের সংবাদ সম্মেলন করতে না দেওয়ার ব্যবস্থা নেওয়ার চেষ্টা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের নিজেদের নিরাপত্তা নিয়েই বের হতে হবে।

সর্বশেষ খবর