রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

সহসাই কাটিয়ে ওঠা যাবে না

-- হারুন-অর-রশিদ

নিজস্ব প্রতিবেদক

সহসাই কাটিয়ে ওঠা যাবে না

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ বলেছেন, এত অল্প সময়ে টার্গেট করে এত সরকারি প্রতিষ্ঠান ধ্বংস করা আগে কখনো দেখিনি। এই আন্দোলনে ২ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। এতে যে ক্ষত তৈরি হয়েছে তা সহসাই কাটিয়ে ওঠা যাবে, এমন ভাবার সুযোগ নেই। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই বঙ্গবন্ধু চেয়ার বলেন, কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণভাবেই শুরু হয়েছিল। সেটাকে অশান্ত করা ও সন্ত্রাসী পন্থায় নিয়ে যাওয়া হয়েছে। এতে বিরোধী রাজনৈতিক দল বিএনপি-জামায়াত জড়িয়ে পড়েছিল, এটি নিয়ে সন্দেহ নেই। ব্যাপক ছাত্র আন্দোলন দেখে তারা এতে অনুপ্রবেশ করে সরকারের পতন ঘটনোর অপচেষ্টা করেছে। কারণ তাদের সব সময়ের ধ্যান-জ্ঞান দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা। আন্দোলনকারী ছাত্র ছাড়াও বিভিন্ন স্তরের ২ শতাধিক মানুষ এই সহিংসতায় হত্যাকাে র শিকার হয়েছে। ড. হারুন-অর-রশিদ মনে করেন, শিক্ষার্থীদের দাবির বিষয়টি অনুধাবন করতে সরকারও বিলম্ব করেছে। আর কোটা নিয়ে আদালতের রায়ের পর এই আন্দোলনের পরিসমাপ্তি হওয়া উচিত ছিল। বর্তমানে দেশ ও জাতির স্বার্থে, শিক্ষার স্বার্থে আন্দোলনের সঙ্গে যুক্ত ছাত্রসমাজের বোধোদয় হওয়া উচিত যে, তাদের লক্ষ্য অর্জিত হয়েছে।

সর্বশেষ খবর