রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে

-- আহসান এইচ মনসুর

নিজস্ব প্রতিবেদক

স্বাভাবিক অবস্থায় ফিরতে হবে

গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, কোটা আন্দোলন কেন্দ্রিক সহিংসতার ক্ষত মুছে  ফেলার জন্য স্বাভাবিক জীবনে ফিরে যেতে হবে। ব্যবসা ও বাণিজ্যে স্বাভাবিক কার্যক্রম আবার ফিরিয়ে আনতে হবে। তা না হলে পরিস্থিতি আবার খারাপ হয়ে যেতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।  আহসান এইচ মনসুর বলেন, অর্থনীতির ক্ষতি কাটিয়ে উঠতে দুটো বিষয় রয়েছে। প্রথমত, আইনশৃঙ্খলা পরিস্থিতি, যা স্বাভাবিক হয়ে আসছে, এটা ঠিক হয়ে যাবে। দ্বিতীয়ত, যে সব কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হয়েছে সেই কারণগুলো দূর করতে হবে। অর্থাৎ শিক্ষার্থীদের সঙ্গে একটি রাজনৈতিক সমঝোতা করতে হবে। এই দুটো বিষয়ই গুরুত্বপূর্ণ।  তিনি বলেন, এ জন্য ছাত্রদের প্রতি একটু সহমর্মিতা দেখাতে হবে সরকারকে। ছাত্রদের সঙ্গে বসে সমস্যাগুলো দ্রুত সমাধান করা দরকার। গ্রেপ্তার করে অযথা সময় নষ্ট করে লাভ নেই। প্রধানমন্ত্রী ইতোমধ্যে বলেছেন, প্রত্যেক পরিবারকে ক্ষতিপূরণ দেবেন, চাকরি দেবেন, চিকিৎসা দেবেন। এসবের পাশাপাশি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে হবে। এগুলোই দরকার। তা না হলে পরিস্থিতি আবার খারাপ হতে পারে।

সর্বশেষ খবর