রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

অলিম্পিকের প্রথম সোনা চীনের

ক্রীড়া প্রতিবেদক

অলিম্পিকের প্রথম সোনা চীনের

প্রেম, ভালোবাসার নগরী প্যারিসের বুক চিড়ে কুলকুল করে বয়ে চলেছে স্যেন নদী। ঐতিহাসিক স্যেন নদীতে চোখধাঁধানো উদ্বোধনী অনুষ্ঠান হলো পরশু রাতে। ১২৮ বছরের অলিম্পিক ইতিহাস এই প্রথম দেখল বদ্ধ দুয়ার খুলে উন্মুক্ত পরিবেশে জমকালো উদ্বোধন। এর আগে স্টেডিয়ামে লাল ট্রাকে প্যারেডে অংশ নিত দেশগুলো। এবার প্যারেড হলো নদীর বুকে নৌযানে। বাংলাদেশও অংশ নিয়েছে। স্প্রিন্টার ইমরানুর ছিলেন সেই প্যারেডে। জমকালো অনুষ্ঠানে আয়োজক প্যারিস অলিম্পিক কমিটি কিছু ভুলও করেছে। মূল সঞ্চালক দক্ষিণ কোরিয়ার নাম ভুলে ‘পিপলস রিপাবলিক কোরিয়া’ না বলে ‘ডেমোক্র্যাটিক পিপলস রিপাবলিক অব কোরিয়া’ বলেন। যা উত্তর কোরিয়ার নাম। প্রতিবাদ জানায় দক্ষিণ কোরিয়া। আইওসি ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করে। দ্বিতীয় বিতর্কের জন্ম অলিম্পিক পতাকা উত্তোলনের সময়। ফ্রান্সের সেনাবাহিনী সদস্যরা উল্টো করে পতাকা উত্তোলন করেন। ওপরে নীল, কালো এবং লাল রিংয়ের বদলে তোলা হয় হলুদ এবং সবুজ। এসবকে পাশ কাটিয়ে স্মরণকালের সেরা অলিম্পিক শুরু হয়ে গেছে আনুষ্ঠানিকভাবে। ফুটবল ও রাগবি দিয়ে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হলেও গতকাল অলিম্পিকের প্রথম সোনা জিতেছে চীন। এশিয়ার অন্যতম পরাশক্তি চীন শুধু শুটিং নয়, সিনক্রোনাইজড সাঁতারেও সোনা জিতেছে। দিনের শুরুতেই শুটিংয়ে ১০ মিটার এয়ার রাইফেল মিশ্র দলগত ইভেন্টে সোনা জিততে ফাইনালে চীনের লিহাও সেং-ইয়ুতিং হুয়াং জুটি ১৬-১২ পয়েন্টে হারিয়েছে দক্ষিণ কেরিয়া জি হিউম-কিউ মুহাজুন পার্ক জুটিকে। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে কাজাখস্তান। গতকাল ১৪টি সোনা নিশ্চিত করেছেন ক্রীড়াবিদরা। মেয়েদের ৩ মিটার ড্রাইভিংয়ে সোনা জেতেন চীনের ইয়ানি চ্যাং-ওয়েইন চেন জুটি। রুপা জেতেন মার্কিন যুক্তরাষ্ট্রের সারাহ বেকন ও ক্যাসিডি কুক। ব্রোঞ্জ পেয়েছেন গ্রেট ব্রিটেনের ইয়াসমিন হার্পার ও স্কারলেট জেনসেন।

সর্বশেষ খবর