রবিবার, ২৮ জুলাই, ২০২৪ ০০:০০ টা

পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ তালিকায় ষষ্ঠ ঢাকা

নিজস্ব প্রতিবেদক

পর্যটকদের জন্য সবচেয়ে ঝুঁঁকিপূর্ণ শহরের তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ঢাকা। প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বসের উপদেষ্টাদের তৈরি এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ভেনেজুয়েলার শহর কারাকাস। আর পাকিস্তানের করাচি রয়েছে তালিকার দ্বিতীয় স্থানে।

কোনো শহরে অপরাধের ঝুঁকি, ব্যক্তিগত          নিরাপত্তা ঝুঁঁকি, স্বাস্থ্যগত ঝুঁকি, অবকাঠামো নিরাপত্তা ঝুঁঁকি ও ডিজিটাল নিরাপত্তা ঝুঁকি বিবেচনা করে এই র‌্যাঙ্কিং নির্ধারণ করা হয়েছে। এক্ষেত্রে একশর মধ্যে যে শহর যত বেশি পয়েন্ট পাবে, সেখানে পর্যটকদের ঝুঁঁকি তত বেশি বলে গণ্য হবে। ফোর্বস উপদেষ্টাদের মতে, বর্তমানে পর্যটকদের জন্য বিশ্বের সবচেয়ে ঝুঁকিপূর্ণ শহর ভেনেজুয়েলার কারাকাস। তারা পেয়েছে ১০০-তে ১০০ পয়েন্ট। ৯৩ দশমিক ১২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের করাচি। ৯১ দশমিক ৬৭ পয়েন্ট পেয়ে তৃতীয় স্থানে মিয়ানমারের ইয়াংগুন শহর। ৯১ দশমিক ৫৪ পয়েন্ট পাওয়া নাইজেরিয়ার লাগোস চতুর্থ এবং ৯১ দশমিক ৪৯ পয়েন্ট পাওয়া ফিলিপাইনের ম্যানিলা শহর রয়েছে তালিকার পঞ্চম স্থানে। অপরদিকে, সবচেয়ে নিরাপদ শহরের স্বীকৃতি পেয়েছে সিঙ্গাপুর। তারা ১০০-তে শূন্য পয়েন্ট পেয়ে শীর্ষে অবস্থান করছে। দ্বিতীয় স্থানে জাপানের টোকিও (১০ দশমিক ৭২ পয়েন্ট), তৃতীয় স্থানে কানাডার টরন্টো (১৩ দশমিক ৬০ পয়েন্ট), চতুর্থ স্থানে অস্ট্রেলিয়ার সিডনি (২২ দশমিক ২৮ পয়েন্ট), পঞ্চম স্থানে সুইজারল্যান্ডের জুরিখ (২২ দশমিক ৯৭ পয়েন্ট), ষষ্ঠ স্থানে ডেনমার্কের কোপেনহেগেন (২৩ দশমিক ৬৫ পয়েন্ট), সপ্তম স্থানে দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউল (২৫ পয়েন্ট), অষ্টম স্থানে জাপানের আরেক শহর ওসাকা (২৫ দশমিক ২২ পয়েন্ট), নবম স্থানে অস্ট্রেলিয়ার মেলবোর্ন (২৬ দশমিক ১৭ পয়েন্ট) এবং দশম স্থানে রয়েছে নেদারল্যান্ডসের শহর আমস্টারডাম (২৯ দশমিক ০৭ পয়েন্ট)।

সর্বশেষ খবর