সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
আবু আহমেদ

সবদিক থেকে সংকট ধেয়ে আসছে

সবদিক থেকে সংকট ধেয়ে আসছে

দেশবরেণ্য অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, চলমান পরিস্থিতির কারণে দেশের অর্থনীতির সব খাতে বড় রকমের অনিশ্চয়তা তৈরি হয়েছে। বিশেষ করে ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কাজকর্মে অস্বাভাবিক ও চরম মন্দা পরিস্থিতি বিরাজ করছে। মানুষ এখন কী খাবে সেটা নিয়ে দুশ্চিন্তা করছে। নতুন বিনিয়োগ কোথায় হবে? যেভাবে নিত্যপণ্যের দাম বাড়ছে তাতে আমাদের জিডিপি প্রবৃদ্ধি অনেক নিচে নেমে যাবে। অর্থনৈতিক সংকট এখন সবদিক থেকে ধেয়ে আসছে।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই অধ্যাপক আরও বলেন, অর্থনীতির অন্যান্য খাত ভালো থাকলে স্টক মার্কেটে সূচক বাড়তে থাকে। অর্থনীতি ভালো নেই। রেমিট্যান্স প্রবাহ কমছে, সুদহার বাড়ছে, এটা সহসা কমবে এমন সম্ভাবনা দেখা যাচ্ছে না, রপ্তানিও কমে যাচ্ছে। এতে কোম্পানিগুলোর উৎপাদন কার্যক্রম বড় রকমের ব্যাহত হতে পারে। ফলে স্টক মার্কেট নিয়ে কোনো সুখবর আপাতত দেখা যাচ্ছে না। তিনি আরও বলেন, আগামী ছয় মাসের মধ্যে অর্থনীতির এই সংকট আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দিতে পারেনি। তারা বিষয়টিকে জটিল করে তুলেছে। এখন অনিশ্চয়তা তৈরি হলো তার প্রভাব পড়ছে আমাদের সার্বিক অর্থনীতিতে। এমন পরিস্থিতি থেকে উত্তরণ কবে হতে পারে, কীভাবে হতে পারে সেটাও এখন বলা যাচ্ছে না। এ অচলাবস্থার মধ্যে আমরা পড়ে যাব এটা আগে থেকে ভাবা উচিত ছিল। অবশ্য আমরা কোনো সংকটকে সিরিয়াস মনে করি না। এটা আমাদের একটা বড় সমস্যা। এতে সংকট আরও বেশি গভীর হয় বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর