সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
ড. মইনুল ইসলাম

আমরা পড়ে গেছি একটা গিরিখাদে

আমরা পড়ে গেছি একটা গিরিখাদে

বিশিষ্ট অর্থনীতিবিদ ও বাংলাদেশ ইকোনমিক অ্যাসোসিয়েশনের (বিইএ) সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. মইনুল ইসলাম বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা একটা গিরিখাদের মধ্যে পড়ে গেছি। এখান থেকে খুব সহজেই উঠতে পারব বলে মনে হচ্ছে না। ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট ধ্বংসাত্মক কর্মকান্ডের ফলে আমরা আমাদের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক সংকটটাকে আরও গভীর করে ফেলেছি। গতকাল আলাপকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক এই শিক্ষক বলেন, সংকট এখনো কেটে যায়নি। ফলে ব্যবসা-বাণিজ্য কী করে সচল হবে, এটা এখনই বলার মতো অবস্থা আসেনি। সামনে কী হবে সে মন্তব্য করাও কঠিন। ড. মইনুল ইসলাম বলেন, সংঘাতময় পরিস্থিতি আমাদেরকে প্রচ- এক সংকটের দিকে নিয়ে গেছে। এতে দেশের অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যে স্বাভাবিকতা ফিরিয়ে আনার চেয়ে সামগ্রিক পরিস্থিতি স্বাভাবিক করা বেশি জরুরি। অর্থাৎ রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক না হলে কোনো কিছুই স্বাভাবিক হবে না। এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলাও যাবে না বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর