সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
ড. জাহিদ হোসেন

উল্টো পথে হাঁটছে দেশের অর্থনীতি

উল্টো পথে হাঁটছে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেছেন, আমাদের অর্থনীতি পুরোপুরি উল্টোপথে হাঁটছে। আমাদের যেখানে এগোনোর কথা সেখানে আমরা পিছিয়ে যাচ্ছি। প্রতিদিনই পিছাচ্ছি। অর্থনীতি ও ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে আমাদের সমস্যাগুলো অনেক পুরনো, সেগুলো সমাধানের জন্য সঠিক উদ্যোগ নিতে পারিনি। এরই মধ্যে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে যা ঘটেছে, সেটা সমাধানেও আমরা আন্তরিক নই। এটাকে অনেক ছোট থাকতেই শেষ করা যেত। অনেকটা এমন হয়েছে যে, তিলকে তাল করার জন্য আমরা উৎসুক হয়ে থাকি। কোনো সমস্যাকেই ছোট থেকে গুরুত্ব দিয়ে সমাধান খুঁজি না। গতকাল বাংলাদেশ প্রতিদিনের এই প্রতিবেদকের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এখন যে সমস্যাগুলো বিরাজ করছে সেগুলো বিশ্লেষণ করলে মনে হবে, আমরা কোনো টেক্সট বই পড়ছি। কিন্তু বাস্তবে ব্যাপারগুলো খুবই ক্রিটিক্যাল। আমাদের অর্থনীতির অভ্যন্তরে মারাত্মকভাবে রক্তক্ষরণ হচ্ছে। আর আমরা বাইরে থেকে সেটাকে মলম দিয়ে সারানোর চেষ্টা করছি। যা আসলে কখনোই বাস্তবভিত্তিক নয়। এতে যতই ওষুধ প্রয়োগ করি না কেন সেটা কোনো কাজে আসবে না। তিনি বলেন, এ ধরনের ঘটনা বিদেশি বায়ারদের কাছে চরম অশুভ বার্তা দেয়। যার ফলে বায়াররা মুখ ফিরিয়ে নিচ্ছেন। এ ছাড়া ইন্টারনেট বন্ধ করে রাখা কোনো সমাধান নয়। এর মাধ্যমে সব গুজব আরও বেশি ডালপালা বিস্তার করে। এখন কারফিউ চলমান। বলা হচ্ছে পরিস্থিতির উন্নতি হচ্ছে। কিন্তু রাস্তায় সেনাবাহিনী রেখে ওই পরিস্থিতিকে স্বাভাবিক বলা যায় না। যারা ব্যারাকে থাকার কথা তাদের ব্যারাকে ফেরত পাঠাতে হবে। অন্যথায় পরিস্থিতিকে কোনোভাবেই স্বাভাবিক বলা যাবে না বলে তিনি মনে করেন।

সর্বশেষ খবর