সোমবার, ২৯ জুলাই, ২০২৪ ০০:০০ টা
প্যারিস অলিম্পিক

রেকর্ড গড়ে সোনা জয় অস্ট্রেলিয়ার মেয়েদের

ক্রীড়া প্রতিবেদক

রেকর্ড গড়ে সোনা জয় অস্ট্রেলিয়ার মেয়েদের

সুইমিং পুলে রেকর্ড গড়ে সোনার পদক জয় করল অস্ট্রেলিয়ার মেয়েরা। গতকাল প্যারিস অলিম্পিকে মেয়েদের চার গুণিতক ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে সেরা হয়েছে তারা। দলগত এ ইভেন্টে তিন মিনিট ২৮.৯২ সেকেন্ড টাইমিং  করেছেন অস্ট্রেলিয়ার মোলি ও’কালাগান (৫২.২৪ সেকেন্ড), শায়না জ্যাক (৫২.৩৫ সেকেন্ড), এমা ম্যাকিউন (৫২.৩৯ সেকেন্ড) এবং মেগ হ্যারিস (৫১.৯৪ সেকেন্ড)। এ ইভেন্টে যুক্তরাষ্ট্র রুপা এবং চীন তামার পদক জয় করেছে। মেয়েদের চার গুণিতক ১০০ মিটার রিলেতে বিশ্ব ও অলিম্পিক রেকর্ড দুটোই দখলে ছিল অস্ট্রেলিয়ার। ২০২১ সালে অনুষ্ঠিত টোকিও অলিম্পিকে তিন মিনিট ২৯.৬৯ সেকেন্ড টাইমিং করে অলিম্পিক রেকর্ড গড়েছিল অস্ট্রেলিয়া। এবার প্যারিস অলিম্পিকে ৩ মিনিট ২৮.৯২ সেকেন্ড টাইমিং করে নতুন রেকর্ড গড়ল দলটা। ২০২৩ সালের ২৩ জুলাই ফুকুকাতে তিন মিনিট ২৭.৯৬ সেকেন্ড টাইমিং করে বিশ্ব রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার মেয়েরা। এখনো রেকর্ডটা তাদের দখলেই আছে। গতকাল এক ট্র্যাজিক ঘটনাই ঘটল চীনা সাঁতারু প্যান ঝেঙলের সঙ্গে। ছেলেদের চার গুণিতক ১০০ মিটার ফ্রি স্টাইল রিলেতে অংশ নিয়ে ব্যক্তিগত রেকর্ড গড়েন চীনের এ সাঁতারু। তবে দলগতভাবে কোনো পদকই জিততে পারেননি তিনি। নিজের অংশে ৪৬.৯২ সেকেন্ড টাইমিং করে নতুন অলিম্পিক রেকর্ড গড়েন প্যান ঝেঙলে। আগের রেকর্ডটা ছিল যুক্তরাষ্ট্রের সেলেব ড্রেসেলের (২০২১ সালে, ৪৭.০২ সেকেন্ড)। বর্তমানে এ ইভেন্টের বিশ্ব রেকর্ডও প্যান ঝেঙলের দখলে (৪৬.৮০ সেকেন্ড)। এ ইভেন্টে গতকাল সোনার পদক জয় করে যুক্তরাষ্ট্র। তারা ৩ মিনিট ৯.২৮ সেকেন্ড টাইমিং করে। ৩ মিনিট ১০.৩৫ সেকেন্ড টাইমিং করে অস্ট্রেলিয়া রুপা এবং ৩ মিনিট ১০.৭০ সেকেন্ড টাইমিং করে ইতালি তামার পদক জয় করে এ ইভেন্টে।

সর্বশেষ খবর