শিরোনাম
বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অর্ধেকের বেশি দল হিসাব দেয়নি

নিজস্ব প্রতিবেদক

এবার নির্বাচন কমিশনে আয়-ব্যয়ের হিসাব জমা দেয়নি অর্ধেকের বেশি রাজনৈতিক দল। গতকাল পর্যন্ত ইসিতে আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে ২১টি দল। এ ছাড়া ১৭টি দল হিসাব জমা দেওয়ার জন্য ৩০ দিন থেকে দুই মাসের সময় বাড়ানোর আবেদন করেছে। তবে ছয়টি দল ইসির সঙ্গে কোনো যোগাযোগও করেনি। ইসি কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী পরপর তিন বছর কোনো দল আয়-ব্যয়ের হিসাব জমা না দিলে নিবন্ধন বাতিল হবে।

এ বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, এখন পর্যন্ত ২১টি দলের হিসাব দেওয়ার তথ্য পেয়েছি। ১৭টি দল সময় বাড়ানোর জন্য আবেদন করেছে। তবে ছয়টি দলের বিষয়ে এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি। ইসির কর্মকর্তারা জানিয়েছেন, গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে নিবন্ধিত দলগুলোকে বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে জমা দিতে হয়। বর্তমানে নিবন্ধিত দলের সংখ্যা ৪৪টি। গতকাল পর্যন্ত আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ (জাপা) ২১টি দল হিসাব বিবরণী জমা দিয়েছে। আর জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ, গণফ্রন্ট, গণফোরামসহ ২৩টি দল এখনো হিসাব জমা দেয়নি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আগেও সময় বাড়ানো হয়েছিল। এবারও ১৭টি দল সময় বাড়ানোর আবেদন জানিয়েছে। কমিশনের কাছে বিষয়টি উত্থাপন করা হবে। সিদ্ধান্ত হলে সেটা দলগুলোকে জানিয়ে দেওয়া হবে। যেসব দল হিসাব জমা দিয়েছে- আওয়ামী লীগ, বিএনপি, জাপা, এলডিপি, গণতন্ত্রী পার্টি, ইসলামী ঐক্যজোট, খেলাফত মজলিস, ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, জাতীয় পার্টি-জেপি, এনপিপি, জাকের পার্টি, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বিকল্প ধারা বাংলাদেশ, জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম, বাংলাদেশ খেলাফত আন্দোলন ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট।

সর্বশেষ খবর