শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

রাজনৈতিক সংলাপ দরকার

--- আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক

রাজনৈতিক সংলাপ দরকার

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেছেন, চলমান সহিংসতার কারণে অর্থনীতির যে ক্ষতি হয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক সংলাপ দরকার। কারণ, আসছে দিনগুলোতে অর্থনীতির বেদনা গভীরভাবে অনুভূত হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। সংলাপের বিষয়ে কেনিয়ার উদাহরণ টেনে আবু আহমেদ বলেন, কর বাড়ানোর প্রতিবাদে বিক্ষোভ করতে গিয়ে কেনিয়াতে ২৭ জন নিহত হয়েছিল। কেনিয়ার সরকার তখন বিরোধী দলের সঙ্গে আলোচনা করে সেটা সমাধান করেছে। তাদের থেকে মন্ত্রিসভার সদস্যও করা হয়েছে। কিন্তু আমাদের এখানে কোনো উদ্যোগও নেই, লক্ষণও নেই। ওনারা যদি মনে করেন যা করছেন সব ঠিক করছেন এ কথা ঠিক নয়। তিনি আরও বলেন, একটা পলিটিক্যাল ডায়ালগ দরকার দেশের মধ্যে। এজন্য আমার কাছে মনে হয়, সেনসেবল পলিটিশিয়ানস যদি দেশে থাকে, মান-অভিমান ভুলে তাদের নিয়ে সংলাপ করতে সরকারের উদ্যোগটা বেশি হওয়া উচিত। এটা যদি হয় তাহলে অন্যরকম হবে। কারণ, আসছে দিনগুলোতে অর্থনীতির বেদনা গভীরভাবে অনুভূত হবে। এটা আমার বিশ্লেষণ। দেশের ভিতরে একটি বিভাজন নিয়ে দেশ চালানো যায় না।

সর্বশেষ খবর