শুক্রবার, ২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পরিস্থিতি স্বাভাবিক জায়গায় নিতে হবে

--- সেলিম রায়হান

নিজস্ব প্রতিবেদক

পরিস্থিতি স্বাভাবিক জায়গায় নিতে হবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম)-এর নির্বাহী পরিচালক সেলিম রায়হান বলেছেন, পরিস্থিতি যত দ্রুত সম্ভব স্বাভাবিক জায়গায় নিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এ কথা বলেন। অধ্যাপক সেলিম রায়হান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে হবে। বড় ধরনের আস্থার সংকট তৈরি হয়েছে, তা দূর করতে হবে। এখনো সবকিছু স্বাভাবিক নয়, যোগাযোগব্যবস্থা, ট্রেন চলাচল, বিশ্ববিদ্যালয়গুলো এখনো বন্ধ। সবচেয়ে বড় কথা, এখনো কারফিউ আছে। সবকিছু মিলিয়ে এগুলো তো স্বাভাবিক পরিস্থিতি নির্দেশ করে না। পরিস্থিতি যত দ্রুত সম্ভব, যতটুটু সম্ভব স্বাভাবিক জায়গায় নিতে হবে। সানেমের নির্বাহী পরিচালক বলেন, সহিংসতায় হত্যাকান্ড যেগুলো হয়েছে, সেগুলোর যদি একটি সঠিক তদন্তের মাধ্যমে বিচার হয় তাহলে জনগণ এবং আন্তর্জাতিকভাবে একটা আস্থা ফিরে আসবে। ব্যক্তি খাত যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এ সময়ে। রপ্তানি থেকে শুরু করে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা খাত-এদের অনেকেই আবার ইন্টারনেটের ওপর নির্ভরশীল। তাদের জন্য কোনো প্যাকেজ ঘোষণা করা যায় কি না সরকার চিন্তা করতে পারে। আমি মনে করি, সামগ্রিকভাবে একটা আস্থার পরিবেশ ফিরিয়ে আনতে হবে। তিনি আরও বলেন, রাজনৈতিক জায়গাগুলোয় যে সমস্যার সৃষ্টি হয়েছে সেগুলো সমাধান করতে হবে। ব্যবসাবাণিজ্য যাতে স্বাভাবিকভাবে চলতে পারে তার জন্য যেসব প্রতিবন্ধকতা আছে, বিশেষ করে এখনো ইন্টারনেটের অবস্থা খুব ভালো না। স্পিড বাজে। আইনশৃঙ্খলা পরিস্থিতির সমস্যা আছে। আমরা দেখছি বিভিন্ন জায়গায় আন্দোলন ও প্রতিবাদ হচ্ছে। এ সবকিছু একটা সহনশীল জায়গায় নিয়ে আসতে হবে।

সর্বশেষ খবর