শিরোনাম
শনিবার, ৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পুলিশের সামনে সাংবাদিককে হেনস্তা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

বরিশাল বিশ্ববিদ্যালয়ে পুলিশের সামনে সাংবাদিক শিক্ষার্থীকে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ ঘটনা ঘটে বলে সাংবাদিক ও শিক্ষার্থী মাসুদ রানা জানিয়েছেন। তার অভিযোগ ছাত্রলীগ কর্মী পরিচয় দেওয়া শিক্ষার্থী আবুল খায়ের আরাফাত তাকে হেনস্তা করেছেন। মাসুদ রানা বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য এবং একটি অনলাইন নিউজ পোর্টালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি।

মাসুদ রানা জানান, দুপুরে বিশ্ববিদ্যালয়ে সার্বিক পরিস্থিতি সাংবাদিকদের কাছে তুলে ধরেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহমান মুকুল। ভিডিও ধারণের সময় ছাত্রলীগের কর্মী পরিচয় দেওয়া আবুল খায়ের আরাফাত পেছন থেকে টেনে নিয়ে কাজে বাধা দেয়। এতে হাতে আঘাত পেলে চিৎকার দেন। তখন পুলিশ এসে তাকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে দিয়েছে।

এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়নি। তবে বিশ্ববিদ্যালয় সাংবাদিক নেতাদের সঙ্গে আলাপ করে অভিযোগ দেওয়া হবে বলে জানান মাসুদ রানা। অভিযোগের বিষয়ে ছাত্রলীগ নেতা পরিচয় দেওয়া আবুল খায়ের আরাফাতকে একাধিকবার কল দেওয়া হলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর