রবিবার, ৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নতুন কমিটি

নিজস্ব প্রতিবেদক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৫৮ সদস্যবিশিষ্ট সমন্বয়ক টিম গঠন হয়েছে। শিক্ষার্থীদের হত্যার বিচার, দায়ীদের পদত্যাগ এবং গ্রেপ্তারকৃতদের মুক্তির দাবিতে সারা দেশের আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতিনিধি নিয়ে ১৫৮ সদস্যের এই সমন্বয়ক টিম ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

গতকাল ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ এ কমিটির তালিকা গণমাধ্যমে পাঠান। এতে সমন্বয়ক হিসেবে ৪৯ জন এবং সহ-সমন্বয়ক হিসেবে ১০৯ জন শিক্ষার্থীর নাম রয়েছে।

সমন্বয়কের দায়িত্বে রয়েছেন- নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবদুল কাদের, আবু বাকের মজুমদার, আবদুল হান্নান মাসুদ, আরিফ সোহেলসহ ৪৯ জন।

সর্বশেষ খবর