সোমবার, ৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিমানবন্দরে অতিরিক্ত সেনা

চলছে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে বিশেষ নিরাপত্তা জোরদার করেছে সরকার। কেপিআই (অতি গুরুত্বপূর্ণ) প্রতিষ্ঠান হিসেবে দেওয়া হয়েছে অতিরিক্ত সেনা প্যাট্রোল ও অতিরিক্ত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এর সদস্য। গতকাল বিকাল থেকেই সেনাবাহিনীর সদস্যরা বিমানবন্দর এলাকায় টহল দেওয়া শুরু করে। জানা গেছে, গতকাল রাজধানীর শাহবাগ, মিরপুর এবং উত্তরাসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি ক্রমেই খারাপ হতে থাকলে কেপিআই প্রতিষ্ঠানের নিরাপত্তার বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন কর্তৃপক্ষ। সরকারের শীর্ষ মহলকে প্রতি মূহূর্তের বিষয়টি অবগত করা হয়। সিদ্ধান্ত আসে পুলিশি এবং সেনা টহল বাড়ানোর। বিকালেই সেনা সদস্যরা ঘিরে ফেলেন পুরো বিমানবন্দর এলাকা। কড়া তল্লাশির পর কেবলমাত্র যাত্রী এবং বিমানবন্দর সংশ্লিষ্টদেরই ওই এলাকায় ঢুকতে দিচ্ছেন সেনাবাহিনীর সদস্যরা।

বিষয়টি সম্পর্কে জানতে বিমানবন্দরসহ পুলিশের একাধিক কর্মকর্তাকে ফোন দেওয়া হয়। তারা কথা বলেছেন, তবে নিজেদের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেছেন। তারা বলছিলেন, এয়ারপোর্টকে যে কোনো মূল্যে নিরাপদ রাখতে তারা বদ্ধ পরিকর। মূলত এ কারণেই সর্বোচ্চ নিরাপত্তা আয়োজন করা হয়েছে। সূত্র জানায়, বিমানবন্দরের আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ ফ্লাইটগুলো চলাচল করেছে। সর্বমোট ১৫২টি আন্তর্জাতিক ফ্লাইট চলাচল করেছে শাহজালাল বিমানবন্দরে। এর মধ্যে ৭৭টি ফ্লাইট ছেড়ে গেছে। ৭৫টি ফ্লাইট অবতরণ করেছে। অভ্যন্তরীণ ফ্লাইট অবতরণ করেছে ১১৮টি। এর মধ্যে ৫৯টি ছেড়ে গেছে। ৫৯টি অবতরণ করেছে। তবে শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলামকে কয়েক দফা ফোন দিলেও তিনি রিসিভ করেননি।

সর্বশেষ খবর