মঙ্গলবার, ৬ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বিমানবন্দর বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক

শেখ হাসিনা সরকারের পতনের পর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। গতকাল সোমবার বিকাল পৌনে ৫টা থেকে বিমানবন্দর দিয়ে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে।

বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেছেন, সোমবার (গতকাল) বিকাল পৌনে ৫টা থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। রাত ১১টা পর্যন্ত বন্ধ থাকবে। তবে এই সময় আরও বাড়তে পারে। সিভিল এভিয়েশনের একটি সূত্র জানায়, সারা দেশে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে কয়েক শ লোক মারা যান। আহত হন কয়েক হাজার মানুষ। আন্দোলনের তোপের মুখে পড়ে গতকাল পদত্যাগ করে দেশত্যাগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ হত্যার নেপথ্যে যারা ছিলেন তারা যাতে দেশত্যাগ করে পালিয়ে যেতে না পারে এবং আওয়ামী লীগের শাসনামলে যারা হত্যা, নৈরাজ্য করেছেন সেই অপরাধীরা যাতে দেশত্যাগ করতে না পারেন সেজন্যই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। উল্লেখ্য, সোমবার (গতকাল) দুপুরে শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিয়ে দেশ ছেড়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করে সেনাবাহিনী। সোমবার (৫ আগস্ট)  বিকাল ৩টা ৫০ মিনিটে রাজধানীর ক্যান্টেনমেন্টে জরুরি সভা শেষে এ তথ্য জানান সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

 

 

 

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর