বুধবার, ৭ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ড. ইউনূস প্রধান উপদেষ্টা হলে আপত্তি নেই জামায়াতের

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনকারী শিক্ষার্থীদের প্রস্তাব অনুযায়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তী সরকারের প্রধান করা হলে আপত্তি নেই বলে জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল দলটির বড় মগবাজারের কার্যালয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলটির আমির ডা. শফিকুর রহমান বলেন, ছাত্ররা যে প্রস্তাব দিয়েছে এতে জামায়াতের আপত্তি নেই। সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে এ সংবাদ সম্মেলন করেন তিনি। দীর্ঘ ১৩ বছর পর দলীয় কার্যালয়ে প্রকাশ্যে সংবাদ সম্মেলন করেছে দলটি। দলীয় কার্যালয়টি খোলার কারণে সেখানে ভিড় জমান নেতা-কর্মীরা। দ্রুত অর্ন্তবর্তী সরকার গঠনের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, কারণ ছাত্ররা আন্দোলন করায় আজকে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়েছেন। এই বিজয়ের কৃতিত্ব ছাত্রদের। এ ছাড়া জামায়াত নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল বিষয়ে তিনি বলে, এ বিষয়ে আইনি প্রক্রিয়ায় সব ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসকারীরা দেশপ্রেমিক হতে পারে না। তিনি বলেন, একটি সুবিধাবাদী দুর্বৃত্ত গোষ্ঠী বিভিন্ন স্থানে সরকারি স্থাপনা, প্রতিপক্ষের বাড়িঘর এবং ক্ষেত্রবিশেষে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানে হামলা ও অগ্নিসংযোগ করছে। যেখানেই দুর্বৃত্তপনা দেখবেন, তৎক্ষণাৎ এদের প্রতিরোধ করতে হবে। আমরা কথা দিচ্ছি, বিদ্যমান প্রশাসনকে এ বিষয়ে আমরা সর্বাত্মক সহযোগিতার জন্য প্রস্তুত।

এ সময় দলের কেন্দ্রীয় নায়েবে আমির মুজিবুর রহমান, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ও আবদুল হালিম, মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম, উত্তরের আমির সেলিমউদ্দিন, দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, উত্তরের সেক্রটারি রেজাউল করিমসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর