বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

পদত্যাগের দাবিতে বিক্ষোভ এনবিআরে

নিজস্ব প্রতিবেদক

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের পদত্যাগের দাবি জানিয়েছেন সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। গতকাল এনবিআর ভবনে চেয়ারম্যানের দপ্তরের সামনে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় তারা অধীনস্থ কর্মকর্তাদের ভীতি প্রদর্শন, নিয়োগে অনিয়ম, বদলি-পদায়ন ও পদোন্নতি বাণিজ্য, অবসরকালীন সুবিধাবঞ্চিত করা, পাচার ও লুণ্ঠনে সহায়তাসহ নানা অনিয়মের কথা তোলেন। এ ছাড়া রহমাতুল মুনিমের নামফলক খুলে ফেলেন তারা। সেখানে লেখা হয়েছে ‘ড. ইউনূসকে একের পর এক মামলা দিয়ে হয়রানিকারী স্বৈরাচার’। বক্তারা বলেন, সরকারের বিভিন্ন অসাধু পরিকল্পনা বাস্তবায়ন, দলীয় ব্যক্তি দেখে রাষ্ট্রীয় করছাড়ের সুবিধা দেওয়া ও কথায় কথায় নিজে ও তার সহযোগীদের মাধ্যমে হুমকি ও ভয় দেখাতেন এই চেয়ারম্যান। এ কাজে তাকে সহায়তা করতেন কর প্রশাসনের প্রথম সচিব মো. শাহিদুজ্জামান, শুল্ক ও ভ্যাট প্রশাসনের প্রথম সচিব ঈদতাজুল  ইসলাম ও সাবেক বোর্ড প্রশাসনের প্রথম সচিব গাউসুল আযম। এনবিআর চেয়ারম্যানের পাশাপাশি তার এই সহযোগীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। আজ সংস্থাটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা এনবিআর ভবনে ন্যায্য দাবির বিষয়ে কর্মসূচির ঘোষণা দেবেন ও অবস্থান কর্মসূচি পালন করবেন বলে জানা গেছে। শিগগিরই একটি স্মারকলিপি নতুন সরকারপ্রধানের কাছে জমা দেবেন বলে জানিয়েছেন তারা।

সর্বশেষ খবর