শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে

-- রাশেদা কে চৌধূরী

নিজস্ব প্রতিবেদক

অনিয়ম দুর্নীতি বন্ধ করতে হবে

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী বলেছেন, ‘অন্তর্বর্তী সরকারের মেয়াদ কম পক্ষে এক বছর হতে হবে। কারণ আমরা যে বাংলাদেশ চাই- তা গড়তে কিছুটা সময় তাদের দিতেই হবে। তবে যে সময়টুকু দেওয়া হবে তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করেই করতে হবে, তাছাড়া গ্রহণযোগ্য হবে না।’ গতকাল বাংলাদেশ প্রতিদিনকে এসব কথা বলেন তিনি।

এই সরকারের দায়িত্বপ্রাপ্তরা দলমতের ঊর্ধ্বে উঠেই সিদ্ধান্ত নেবেন প্রত্যাশা করে তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকার হতে হবে দল নিরপেক্ষ। এ সরকারের কাছে মানুষের প্রত্যাশা অনেক। বিশেষ করে যেসব বিষয় নিয়ে জনমানুষের ক্ষোভ, এগুলো নিরসন করতে হবে। রাষ্ট্রের সবখানে বিদ্যমান অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি বন্ধ করতে হবে।’ গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী বলেন, ছাত্র-জনতার আন্দোলনে অনেক রক্তক্ষয় হয়েছে। যাদের মাধ্যমে এই অর্জন সম্ভব হয়েছে তাদের সাধুবাদ জানাই। বিশেষ করে এই তরুণ প্রজন্মকে। তারা দেখিয়ে দিয়েছে যে সবকিছু সম্ভব। তিনি বলেন, নতুন প্রজন্মকে ভালো কাজে যেমন উৎসাহ দিতে হবে তেমনি আমাদেরও সঠিক দায়িত্বটা পালন করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে একই ব্যক্তিকে বারবার দায়িত্ব দেওয়া, তদবির-লবিং করে গুরুত্বপূর্ণ পদ পাওয়া- এসব বন্ধ হতে হবে।

সর্বশেষ খবর