শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

জামালপুর ও গাজীপুর কারাগারে গোলাগুলি

জামালপুর ও গাজীপুর প্রতিনিধি

জামালপুর জেলা কারাগারে গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল দুপুর দেড়টার পর থেকেই হঠাৎ গোলাগুলি শুরু হয়। মুহুর্মুহু গুলির শব্দে জেলা প্রশাসকের কার্যালয়সহ শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সেখানে ঘণ্টাব্যাপী থেমে থেমে গুলি চলছিল এবং ধোঁয়া বের হচ্ছিল। এ মুহূর্তে সেখানে কী ঘটেছে তা জানা যাচ্ছে না। সেনাবাহিনীর সদস্যরা কারাগারের চারপাশ ঘিরে রেখেছেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য জেল সুপার (অতিরিক্ত চলতি দায়িত্ব) সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামকে ফোন করা হলেও তিনি ধরেননি। এ ছাড়া গতকাল দুপুরে গাজীপুর জেলা কারাগারে বিক্ষোভ ও গোলাগুলির ঘটনা ঘটে। এ সময় ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সৃষ্ট সহিংসতায় দেশের বেশকিছু কারাগারে উত্তেজনা চলছে। এর আগে নরসিংদী ও শরীয়তপুর কারগারের সব বন্দি পালিয়ে যায়। কুষ্টিয়া ও সাতক্ষীরা কারাগার থেকেও বন্দি পালানোর ঘটনা ঘটেছে। মঙ্গলবার গাজীপুর কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়ে যায় ২০৯ বন্দি। এ সময় গুলিতে নিহত হন ছয় বন্দি।

সর্বশেষ খবর