শুক্রবার, ৯ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

ঢাকেশ্বরী মন্দিরে জামায়াতের আমির

নিজস্ব প্রতিবেদক

জামায়াতে ইসলামীর নাম-ব্যানার ব্যবহার করে কেউ দুর্বৃত্তপনা করলে সুনির্দিষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করতে হিন্দু সম্প্রদায়ের নেতাদের অনুরোধ করেছেন দলটির আমির শফিকুর রহমান। গতকাল সকালে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে পূজা উদ্যাপন কমিটির নেতাদের জামায়াতের আমির বলেন, খুব পরিষ্কার করে বলছি, বাংলাদেশের কোনো জায়গায় জামায়াতে ইসলামী বা ছাত্রসংগঠনের সঙ্গে যারা কাজ করে, যদি কোথাও আমাদের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে কোনো অপকর্ম করে, তাহলে সে একজন দুর্বৃত্ত। কথা দিচ্ছি, আমরা কোনো দুর্বৃত্তকে তো প্রশ্রয় দেবই না, এই অপকর্মের জন্য আমরা তার পাওনা বুঝিয়ে দেব।

সংখ্যালঘু সম্প্রদায়ের মন্দির ও বাড়িঘরে হামলার পরিপ্রেক্ষিতে গত মঙ্গলবার থেকে ঢাকেশ্বরী জাতীয় মন্দিরসহ বিভিন্ন মন্দিরে পালাক্রমে পাহারা দিচ্ছে জামায়াতের একদল কর্মী। এমন পরিস্থিতিতে গতকাল সকালে শফিকুর রহমানের নেতৃত্বে জামায়াতের একদল নেতা ঢাকেশ্বরীতে যান। ঢাকা মহানগর সর্বজনীন পূজা উদ্?যাপন কমিটির সভাপতি জয়ন্ত কুমার রায়সহ নেতারা জামায়াতের আমির শফিকুর রহমানকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্?যাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, সাধারণ সম্পাদক কিশোর কুমার রায়, ঢাকেশ্বরী মন্দির ব্যবস্থাপনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার, সাধারণ সম্পাদক দীপেন চ্যাটার্জি, মহানগর পূজা উদ্?যাপন কমিটির সাধারণ সম্পাদক তাপস পাল, জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক প্রমুখ।

সর্বশেষ খবর