শনিবার, ১০ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

অন্তর্বর্তী সরকার গঠনের পক্ষে মত আপিল বিভাগের

নিজস্ব প্রতিবেদক

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের পর সাংবিধানিক শূন্যতার পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার গঠন ও উপদেষ্টাদের শপথের পক্ষে মত দিয়েছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে মত চাইলে বৃহস্পতিবার এ মত দেন আপিল বিভাগ। এরপর  উপদেষ্টাদের শপথ পড়ানো হয়। গতকাল রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের মতামত চাইতে পারেন। আইন মন্ত্রণালয় থেকে গতকাল এ-সংক্রান্ত একটি চিঠি আসে যেখানে রাষ্ট্রপতি অন্তর্বর্তীকালীন সরকার বিষয়ে  সুপ্রিম কোর্টের মতামত কামনা করেন। সেই আলোকে (Special Reference No.1/24) এর মাধ্যমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতামত প্রদান করেন। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘যেহেতু প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিয়েছেন। এ রকম পরিস্থিতিতে রাষ্ট্রের নির্বাহী কার্য পরিচালনার নিমিত্তে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা যেতে পারে এবং রাষ্ট্রপতি প্রধান উপদেষ্টাসহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নিযুক্ত করতে পারেন ও প্রধান উপদেষ্টাসহ অন্য উপদেষ্টাদের শপথ পাঠ করাতে পারেন মর্মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মতামত প্রদান করেছেন।’

গত বৃহস্পতিবার রাতে বঙ্গভবনের দরবার হলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান নোবেলজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসসহ অন্য উপদেষ্টাদের শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

সর্বশেষ খবর