রবিবার, ১১ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নেতা-কর্মী হত্যায় জড়িতদের শাস্তি চায় হেফাজত

নিজস্ব প্রতিবেদক

হেফাজতের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান বলেছেন, ‘২০১৩, ২০১৬ ও ২০২১ সালে হেফাজতের নেতা-কর্মীদের যারা নির্মমভাবে শহীদ করেছে, আমরা তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। তিনি বলেন, ২০১৩ সাল থেকে অদ্যাবধি হেফাজতের দায়ের করা সব মিথ্যা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। গতকাল বিকালে বায়তুল মোকাররমের উত্তর গেটে অনুষ্ঠিত হেফাজতে ইসলাম বাংলাদেশের ‘নৈরাজ্য প্রতিরোধ ও শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গণসমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন।

হেফাজত মহাসচিব বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। যারা নিহত হয়েছেন তাদের পরিবারকে ক্ষতিপূরণ এবং যারা আহত হয়েছেন, তাদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, শিক্ষা কারিকুলাম থেকে ইসলামের সঙ্গে সাংঘর্ষিক সব বিষয় বাদ দিতে হবে। এ ছাড়া দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকদের এবং তাদের উপাসনালয়ের নিরাপত্তা শতভাগ নিশ্চিত করতে হবে। এ ব্যাপারে আমাদের গুরুত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। এ সময় মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আতাউল্লাহ আমিন ও মুফতি কিফায়াতুল্লাহ আজহারীর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন- মাওলানা আবদুল হামীদ, ড. আহমাদ আবদুল কাদের, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা মুহিউদ্দিন রাব্বানী, মাওলানা আহমাদ আলী কাসেমী, মাওলানা মামুনুল হক, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি সাখাওয়াত হুসাইন রাজী প্রমুখ।

সর্বশেষ খবর