সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার জরুরি

--- সৈয়দ নাসিম মঞ্জুর

আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার জরুরি

অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর বলেছেন, সবকিছুর আগে দরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার করে আগের অবস্থায় নিয়ে আসা। দেশের ক্রান্তিলগ্নে মানুষ একটা আস্থার জায়গা ফিরে পেতে চায়। তার জন্য কী দরকার- জানতে চাইলে তিনি বলেন, আমাদের যেসব প্রতিষ্ঠান ভেঙে  পড়েছে সেগুলোকে অবশ্যই নতুন করে সাজাতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন।

মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট নাসিম মঞ্জুর বলেন, ব্যবসা-বাণিজ্য বলেন, সাধারণ মানুষ বলেন, আমাদের সবার একটাই চাহিদা। যত দ্রুত সম্ভব জানমালের নিরাপত্তা নিশ্চিত করা। তা না হলে কোনো কিছুই চালু করতে পারবেন না। তিনি বলেন, আমাদের কলকারখানা, দোকানপাট, ছোট ছোট ব্যবসা এবং বাজারগুলোকে একটা স্বাভাবিক জায়গায় নিয়ে আসতে হবে। এসব কিছুর জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার বিষয়টি চলে আসে। আমরা শুনতে পাচ্ছি কিছু কিছু জায়গায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে আবার। বিশেষ করে কারখানাগুলোতে চাঁদাবাজির কথা শুনতে পাচ্ছি। এগুলোতে একটা বিশেষ নজরদারি দরকার। নাসিম মঞ্জুর বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধার নিশ্চিত করে দেশকে একটা শান্তিপূর্ণ অবস্থায় নিয়ে আসতে হবে। আমাদের সবার আশা এবং বিশ্বাস, তারপরেই রাজনৈতিক সমস্যার সমাধান হবে। কিন্তু মানুষের জানমাল হেফাজত করতে না পারলে তো আমাদের এই সমস্যার সমাধান করা সম্ভব হবে না। আমরা কারখানা চালু করেছি এবং দেখছি পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হচ্ছে, এটা দরকার। তিনি আরও বলেন, সবাই মিলে আমরা একটা শান্তিপূর্ণ অবস্থায় ফিরে যেতে চাই। যাতে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা যেন নতুন করে শুরু করা যায়। দেশের পাশাপাশি বিদেশিরাও যখন দেখবেন সত্যি সত্যি বাংলাদেশে একটা স্বাভাবিক অবস্থা এসেছে, তখন তারা আস্থা পাবে। আমরা ক্রয়াদেশ হারাতে চাই না। যত দ্রুত সম্ভব আমাদের একটা স্বাভাবিক আইনশৃঙ্খলায় ফিরে যেতে হবে। এটাই সবচেয়ে বেশি দরকার। আমরা যেন সবকিছু নতুন করে শুরু করতে পারি।

সর্বশেষ খবর