সোমবার, ১২ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

নিরাপত্তা দিয়ে কারখানা চালু করতে হবে

-- রিজওয়ান রাহমান

নিরাপত্তা দিয়ে কারখানা চালু করতে হবে

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি রিজওয়ান রাহমান বলেছেন, সংকট কাটাতে হলে এই মুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে মাঠে নামানো ছাড়া বিকল্প নেই। আইনশৃঙ্খলার সম্পূর্ণ নিরাপত্তা দিয়ে কারখানাগুলো চালু করে দিতে হবে। আমাদের রপ্তানিকারক  প্রতিষ্ঠানগুলোতে ৪০ থেকে ৫০ লাখ মানুষ কাজ করে। যারা দিন আনে দিন খায়, তাদের কাজে ফেরানোর সুযোগ করে দিতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। রিজওয়ান রাহমান বলেন, এই মুহূর্তে অর্থনৈতিক কর্মকা  শুরু করতে না পারলে ভবিষ্যৎ বাণী দিয়ে লাভ হবে না। আমাদের মাথাপিছু অনেক ঋণ, যেটা হয়তো ১৫-২০ বছর আগে ছিল না। সেই ঋণ পরিশোধের জন্য অর্থনীতির চাকা ঘোরার সুযোগ দিতে হবে। আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে না পারলে রেমিট্যান্স যোদ্ধারা কীভাবে দেশে টাকা পাঠাতে আস্থা পাবেন। তিনি আরও বলেন, আমরা কীভাবে রপ্তানি করব, ক্রেতারা কি আমাদের ওপর আস্থা পাবেন? নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কাদা মাখামাখি করে কেউ কাউকে কিছু করতে পারবে না। সবকিছু বন্ধ হয়ে যাবে, সেটা আমরা চাই না। আমরা চাই সবাইকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। আমাদের প্রধান লক্ষ্য আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। ফিরিয়ে না আনা পর্যন্ত কেউ কোনো কাজ শান্তিমতো করতে পারবে না। ঢাকা চেম্বারের সাবেক সভাপতি বলেন, সবাই মনে করছেন অন্তর্বর্তী সরকার রাতারাতি সব ঠিক করে ফেলবে। সময় দিতে হবে। এখন একটা অস্থিরতা যাচ্ছে, আমাদের সবাইকে শান্ত থাকতে হবে। আমরা যেভাবে ছাত্রদের আন্দোলনে গণসমর্থন করেছি। এই মুহূর্তে ছাত্ররা সারা দিন ট্রাফিকের কাজ করছে। ছিনতাইকারীদের হাত থেকে আমাদের রক্ষার জন্য সারা রাত পাহারা দিচ্ছে। কিন্তু এভাবে কতদিন করবে ছাত্ররা? তারা যেটা করছে সেটার জন্য তাদের স্যালুট। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তাদের সহযোগিতা করতে হবে। সব বন্ধ করে দিলে আইনশৃঙ্খলা রক্ষা হবে কীভাবে। সংস্কারের জন্যই তো অন্তর্বর্তীকালীন সরকার গঠন। সরকারকে সময় দেন, সময়মতো সবই করবে। আমি আশাবাদী দুর্বৃত্তদের বিচারের আওতায় আনবে সরকার।

সর্বশেষ খবর