শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

বাণিজ্যিক ব্যাংক শক্তিশালী করুন

ফাহমিদা খাতুন

বাণিজ্যিক ব্যাংক শক্তিশালী করুন

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেছেন, বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে, বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা সমুন্নত রাখতে হবে এবং সময়মতো তথ্যের সততা ও সহজলভ্যতা নিশ্চিত করতে হবে। গতকাল ‘ব্যাংকিং খাতের সুশাসন ফিরিয়ে আনতে করণীয়’ শীর্ষক এক মিডিয়া ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। রাজধানীর ধানমন্ডিতে নিজ কার্যালয়ে এই ব্রিফিংয়ের আয়োজন করে সিপিডি। ফাহমিদা খাতুন বলেন, ২০০৭ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সর্বনিম্ন ৪ হাজার ৭০০ কোটি ডলার পাচার হয়েছে। যা বর্তমানে দ্বিগুণের বেশি। আর ২০০৯-২০১৭ সাল পর্যন্ত সরকারি ব্যাংকগুলোতে প্রায় ১৬ হাজার কোটি টাকা মূলধন সহায়তা দিতে হয়েছে। অনিয়মের মাধ্যমে ঋণ দেওয়ার কারণেই খেলাপিদের সংখ্যা বাড়ছে জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ ব্যাংক নিজস্ব ক্ষমতা প্রয়োগ না করে স্বার্থান্বেষীদের সুবিধা দিয়ে ব্যাংক ও অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে। যারা অনিয়মের সঙ্গে জড়িত তদন্তসাপেক্ষে তাদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানিয়ে ড. ফাহমিদা খাতুন বলেন, কেন্দ্রীয় ব্যাংক থেকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে। ব্যাংকিং খাতের সংস্কারে কমিশন গঠন করা দরকার। সঠিকভাবে মুদ্রানীতি না দিতে পারায় গত দুই বছর ধরে মূল্যস্ফীতি বেড়েছে বলেও অভিযোগ করে সিপিডির নির্বাহী পরিচালক বলেন, ব্যাংকিং কোম্পানি আইন নিজেদের মতো করে পরিবর্তন করা হয়। ঋণের ক্ষেত্রে বারবার পুনঃতফসিল বন্ধ করতে হবে। বাণিজ্যিক ব্যাংকগুলোকে শক্তিশালী করতে হবে।

 

সর্বশেষ খবর