শিরোনাম
মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সৌহার্দ বজায় রাখার আহ্বান হেফাজতের

সম্প্রীতি বজায় রাখার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

হেফাজতে ইসলামের নায়েবে আমির ও বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি দেওনার পীর অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী বলেছেন, সব ধর্মবর্ণের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান চায় হেফাজত। তিনি বলেন, জাতির ক্রান্তিলগ্নে কতিপয় রাজনৈতিক সুযোগসন্ধানী স্বার্থান্বেষী মহল এই সৌহার্দপূর্ণ সম্পর্ক বিনষ্ট করতে চায়। এ বিষয়ে সব ধর্মাবলম্বীদের সজাগ থাকতে হবে। কাপাসিয়ার বিভিন্ন মন্দির ও পূজামন্ডপে সমকালীন প্রেক্ষাপটে শান্তিশৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী দরিদ্র, অনগ্রসর হিন্দুদের সন্তানের শিক্ষার ওপর বিশেষ জোর দিয়ে সংখ্যালঘু দরিদ্র শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন এবং মতবিনিময় শেষে তিন ইউনিয়নে সংখ্যালঘু সম্প্রদায়ের বিধবা, অসুস্থ, অসহায় ও প্রতিবন্ধীদের মধ্যে নগদ আর্থিক সাহায্য প্রদান করেন। নিহতদের পরিবারদের ক্ষতিপূরণ ও আহতদের সুচিকিৎসার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। তিনি বলেন, হিন্দু-মুসলমান শতাব্দীর পর শতাব্দী শান্তিপূর্ণ সহাবস্থান করে আসছি, পরস্পরের সুখে-দুঃখে আমরা একে অন্যের পাশে থাকি সব সময়। আরও বক্তব্য রাখেন মুফতি আজমল খান কাসেমী, মাওলানা জালাল উদ্দীন, মাওলানা মাহমুদুল হাসান, মুফতি জাকির হুসাইন, আজগর হোসেন খান প্রমুখ।

 

সর্বশেষ খবর