বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ০০:০০ টা
শৃঙ্খলা ফিরবে কীভাবে

সমস্যা খুঁজে বের করতে হবে

সেলিম আর এফ হোসেন

সমস্যা খুঁজে বের করতে হবে

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ লিমিটেডের (এবিবি) চেয়ারম্যান সেলিম আর এফ হোসেন বলেছেন, ব্যাংক খাতে শৃঙ্খলা ফেরাতে সবার আগে সমস্যাগুলো খুঁজে বের করতে হবে। তার পর সেগুলো সমাধানে তিন থেকে পাঁচ বছর মেয়াদি পরিকল্পনা করতে হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনকে তিনি এসব কথা বলেন। সেলিম আর এফ হোসেন বলেন, ব্যাংক খাতের জন্য মোটাদাগে অনেক কাজ করতে হবে। প্রথমত, এটা একটা বিরাট কাজ। আমি মনে করি, এটা করতে তিন থেকে পাঁচ বছর সময় লাগবে। প্রথমেই আমাদের ব্যাংকগুলোতে কী কী সমস্যা রয়েছে তা খুঁজে বের করতে হবে। ব্যাংকের অবস্থা, খেলাপি ঋণ, মূলধন ঘাটতি নিরাপত্তা সঞ্চিতি ঘাটতির কারণ চিহ্নিত করতে হবে। সমস্যাগুলো খুঁজে বের করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

ব্র্যাক ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও সেলিম আর এফ হোসেন বলেন, দ্বিতীয় চ্যালেঞ্জ হলো- ইন্টারন্যাশনাল যত স্ট্যান্ডার্ড আছে সেগুলো চালু করতে হবে। তৃতীয়ত, বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বাধীনতা আনতে হবে। বাংলাদেশ ব্যাংকে অনেক দুর্নীতি হয়েছে। এই দুর্নীতিগুলো বের করতে হবে। অনেক অসাধু কর্মকর্তা রয়েছে। তাদের বিতাড়িত করে ভালো কর্মকর্তা নিয়োগ দিতে হবে। এই কাজগুলো এগিয়ে নিলে ব্যাংক খাত এগিয়ে যাবে। তিনি আরও বলেন, আমি মনে করি, আমাদের দেশে অনেক বেশি ব্যাংক আছে। এই ছোট দেশে, ছোট অর্থনীতিতে ৬০টা ব্যাংকের দরকার নেই। এখানে ২০-২৫টার বেশি ব্যাংক থাকতে পারে না। আগামীতে আস্তে আস্তে করে ব্যাংকের সংখ্যা কমাতে হবে। একই সঙ্গে খুব কঠোরভাবে প্রবিধি ও নীতি বাস্তবায়ন করতে হবে। আমাদের কেন্দ্রীয় ব্যাংক এসব ব্যাপারে কিছুই করে না।

 

সর্বশেষ খবর