বৃহস্পতিবার, ১৫ আগস্ট, ২০২৪ ০০:০০ টা

সংস্কার কার্যক্রমের তালিকা করা দরকার

--- এম এম আকাশ

সংস্কার কার্যক্রমের তালিকা করা দরকার

বিশিষ্ট অর্থনীতিবিদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক এম এম আকাশ বলেছেন, একটা অত্যাচারী সরকারকে হটিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। এটা অবশ্যই কিছুটা স্বস্তিদায়ক। তবে বর্তমান এই অন্তর্বর্তী সরকার কী কী ধরনের সংস্কার কার্যক্রম চালাবে সেটার একটা তালিকা করা দরকার। তাহলে জনগণ বুঝতে পারবে যে, এই সরকার আসলেই আন্তরিক। একই সঙ্গে ছাত্র-জনতা যে আন্দোলন করে তাদের রাষ্ট্রীয় ক্ষমতায় এনেছে সেটারও একটা জবাবদিহিতা তৈরি হবে। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। এই অধ্যাপক আরও বলেন, সবার আগে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের উচিত হবে তারা অতীতে কে কোন দলের সমর্থক ছিলেন সেটা পরিষ্কার করা। একই সঙ্গে দায়িত্বে আসার আগ পর্যন্ত তাদের সহায় সম্পদ কি পরিমাণ ছিল সেটারও একটা তালিকা প্রকাশ করা উচিত। আবার যখন তারা দায়িত্ব ছেড়ে যাবেন তখন একইভাবে সম্পদের বিবরণী প্রকাশ করবেন। এতে করে বোঝা যাবে আসলেই তারা কোনো পরিবর্তন চান কি না। দেশের রাজনীতিতে গুণগত পরিবর্তন আনতে হলে এটা তাদেরকে করতেই হবে বলে মনে করেন এই অর্থনীতিবিদ। অর্থনৈতিক সংস্কার, আইন, বিচার ও সংসদীয় ব্যবস্থাতেও সংস্কার আনা জরুরি।  তিনি আরও বলেন, এটাও তাদেরকে বলতে হবে যে, তারা কত দিন থাকতে চান। কেন সে সময় পর্যন্ত থাকতে চান। যৌক্তিক কি না? সংস্কারগুলো করতে যে সময়ের প্রয়োজন তার চেয়ে বেশি সময় থাকলে আবার জনগণ ফুঁসে উঠবে। এটাও তাদেরকে বুঝতে হবে যে, তারা কিন্তু জনগণের ভোটে নির্বাচিত নন। তাদেরকে একটা বিশেষ প্রেক্ষাপটে, বিশেষ প্রয়োজনে, বিশেষ দায়িত্বে আনা হয়েছে। এ জন্যই তাদেরকে তাদের পূর্ণ কর্মসূচিটা ক্লিয়ার করতে হবে। এ সরকার যা করতে চায় করবে। কিন্ত আমি বলব, নির্বাচন ব্যবস্থায় একটা কার্যকর, অর্থবহ পরিবর্তন আনতে হবে। সরকার কীভাবে গঠিত হবে, রাজনৈতিক দলগুলো তাদের প্রতিনিধিদের কীভাবে মনোনয়ন দেবে- এসব ক্ষেত্রে যে অনিয়ম ও টাকার খেলা হয়, সেগুলো নিরোধ করতে হবে। জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। নির্বাচন কমিশনকে সত্যিকার অর্থে স্বায়ত্তশাসন দিতে হবে। সবশেষ মানুষ যেন পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারে সেটা নিশ্চিত করার একটা কার্যকর সিস্টেম চালু করতে হবে।

সর্বশেষ খবর